বাংলা আর্টিকেল লেখার নিয়মঃ কন্টেন্ট রাইটিং টিপস

 যদি আপনি বাংলায় লেখালেখি করে ওয়েবসাইট থেকে আয় করতে চান তাহলে আপনাকে বাংলা আর্টিকেল লেখার নিয়ম এবং কোন কোন বিষয়ের উপর আর্টিকেল লিখবেন জানতে হবে। আর্টিকেল লেখার নিয়ম গুলো জানলে আপনারা নিজেরাই লেখালেখি করে ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন|বাংলা আর্টিকেল লেখার নিয়ম

আশা করা যায় এই আর্টিকেলটি পড়লে আপনারা কোন কোন বিষয়ের উপর আর্টিকেল লিখবেন, আর্টিকেল রাইটিং কি, কনটেন্ট কি, বাংলা আর্টিকেল লেখার নিয়ম,সঠিক কিবোর্ড রিসার্চ ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন এবং সঠিকভাবে লেখালেখি করে আয় করতে পারবেন।
ভূমিকা
বর্তমান সময়ে অনলাইনে আয় করার একটি মাধ্যম হচ্ছে আর্টিকেল রাইটিং। যারা লেখালেখি করতে পছন্দ করে তাদের জন্য এই সাইটটি অনেক ভালো। বিভিন্ন বিষয়ে লেখালেখি করে নিয়মিত ওয়েবসাইটে পোস্ট করলে সেখান থেকে ইনকাম করতে পারবেন। আর এজন্য আপনাদের আর্টিকেল লেখার নিয়ম জানতে হবে আর এখানে আপনারা বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
আর্টিকেল রাইটিং কি
আর্টিকেল লেখার আগে আপনাকে জানতে হবে আর্টিকেল রাইটিং কি?আর্টিকেল রাইটিং হচ্ছে কোন বিষয় নিয়ে লেখালেখি করা। মনে করেন আপনি কোন বিষয় সম্পর্কে ভালো জানেন আপনি সেই বিষয় সম্পর্কে লেখালেখি করে ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। যেমন আপনি গণিত ভালো পারেন তাহলে আপনি বিভিন্ন গণিত সলেশন করে আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন তারপর কেউ যদি আপনার ওয়েবসাইটে এসে দেখে যে আপনি এভাবে সমাধান দিয়ে রাখছেন।

এবং তাদের যদি উপকারে আসে তাহলে তারা আপনার ওয়েবসাইটে এসে আপনার দেওয়া সমাধান গুলো ফলো করবেন। আর এভাবে যখন আপনার ভিজিটর বাড়বে তখন আপনার ইনকাম শুরু হবে। শুধু গণিত বিষয় নয় আপনি যেকোন বিষয়ে নিয়ে লেখালেখি করতে পারবেন। যদি মনে করেন আপনি রান্না ভাল পারেন তাহলে রান্না বিষয় নিয়ে লিখতে পারবেন অথবা যদি মনে করেন আপনি অনলাইন প্লাটফর্ম সম্পর্কে ভালো জানেন তাহলে অনলাইন প্লাটফর্ম সম্পর্কে লিখতে পারবেন।

অথবা যদি মনে করেন আপনি ইসলামিক জীবনযাপন সম্পর্কে ভালো জানেন তাহলে সেসব বিষয় সম্পর্কে লিখতে পারবেন। তার মানে এটাই হচ্ছে যে আপনি যে বিষয়ে জানবেন বা না জানলেও আপনি সেগুলো বিষয়ে জানার চেষ্টা করে নিয়মিত আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে পারবেন এজন্য আপনাকে আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানতে হবে।

কনটেন্ট কি
সহজ কথায় কনটেন্ট হচ্ছে আপনারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম গুগল টিক টক ইত্যাদি জায়গায় যেসব ভিডিও দেখেন সেগুলো হচ্ছে ভিডিও কনটেন্ট আর যে সব অডিও গান শোনেন বা অডিও কিছু শোনেন সেগুলো হচ্ছে অডিও কনটেন্ট আর যেসব লেখা দেখেন বা লেখাগুলো পড়েন সেগুলো হচ্ছে কন্টিন রাইটিং।
বাংলা আর্টিকেল লেখার নিয়ম
বর্তমান সময়ে আয় করার একটি মাধ্যম হচ্ছে আর্টিকেল রাইটিং। আপনারা যদি আর্টিকেল লেখার নিয়ম জানেন তাহলে খুব সহজেই লেখালেখি ইনকাম করতে পারবেন।
তাহলে বাংলায় আর্টিকেল লেখার নিয়ম গুলো জেনে নিন।
গবেষণা করা
বাংলায় আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে আর্টিকেল লেখা শুরুতে আপনারা কি বিষয়ে আর্টিকেল লিখবেন সে বিষয় সম্পর্কে আপনাকে গবেষণা করতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে সে বিষয় সম্পর্কে ধারণা নিয়ে তারপর আর্টিকেল টাইটেল বা কি ওয়ার্ড সিলেক্ট করা লাগবে।

সঠিক কিওয়ার্ড রিসার্চ
আর্টিকেল লেখার প্রধান বিষয় হচ্ছে আপনাকে সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনি যে বিষয়ে আর্টিকেল লিখবেন সেখানে যে টাইটেল থাকবে সে টাইটেলটা অবশ্যই 5-10 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তবে চেষ্টা করতে হবে ছোট কিওয়ার্ড ব্যবহার করা। অর্থাৎ আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে আপনাকে সবটি কিওয়ার্ড নির্বাচন করতে হবে।

ফোকাস কিওয়ার্ড ব্যবহার
আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে আর্টিকেল লেখার সময় আপনাকে অবশ্যই ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ফোকাস কি ওয়ার্ড হচ্ছে মনে করেন আপনি একটি আর্টিকেল লিখতেছেন আর্টিকেলের টাইটেল হচ্ছে অনলাইনে টাকা আয় করার উপায় তো এখানে ফোকাস হচ্ছে অনলাইনে টাকা আয়। তাহলে এখন আপনি যদি আর্টিকেলটি ১ হাজার ওয়ার্ডে লিখে থাকেন তাহলে আপনার ফোকাস কিওয়ার্ড পোষ্টের মধ্যেও দশবার থাকা লাগবে।

লেখাগুলো প্যারাগ্রাফ আকারে লিখতে হবে
বাংলা আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে আপনারা যখন লিখবেন তখন খেয়াল রাখবেন যে আপনাদের লেখাগুলো যেন 4.5 লাইনের বেশি না হয়। আর যদি বেশি লেখা হয়ে থাকে তাহলে আপনারা প্যারাগ্রাফ আকারে 4.5 লাইন করে ভাগ ভাগ করে লিখবেন তাহলে দেখতে ভালো লাগবে। আর যারা পড়বে তাদেরও পড়তে সুবিধা হবে। এজন্য লেখাগুলো প্যারাগ্রাফ আকারে লিখতে হবে।

হেডিং এর সঠিক ব্যবহার
বাংলায় আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে সঠিকভাবে হেডিং এর ব্যবহার। আপনারা যে পোস্ট লিখবেন সেখানে মিনিমাম পাঁচটি হেডিং থাকা লাগবে আপনি চাইলে আরো হেডিং দিতে পারবেন কিন্তু পাঁচটির কম হেডিং রাখা যাবে না।

ক্লিয়ার ফরম্যাটিং করতে হবে
বাংলায় আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে আপনাদের লেখা লেখা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সবগুলো লেখা সিলেক্ট করে ক্লিয়ার ফর্মেটিং করতে হবে। ফরমেটিং করলে আপনাদের লেখাগুলো সমান হয়ে যাবে এবং কোথায় স্পেস পড়ে রয়েছে কিনা সব দেখা যাবে তখন সেটা ঠিক করে নেওয়া লাগবে।

সঠিক ইমেজ ব্যবহার
যে বিষয়ে আপনারা আর্টিকেল লিখবেন সে বিষয়ে নিয়ে একটি ইমেজ তৈরি করা লাগবে। আপনারা যে বিষয়ে পোস্ট লিখবেন সে বিষয়ে অনুযায়ী ইমেজ তৈরি করবেন আর ইমেজ পোস্ট লিখার তিন বা চার
রাখতে হবে। বাংলা আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে সঠিক ইমেজ ব্যবহার।

৫০০ শব্দের বেশি লিখুন
আপনারা লেখার সময় চেষ্টা করবেন আপনাদের লেখাগুলো যেন ৫০০ শব্দের বেশি হয় যত বেশি শব্দ হবে তত বেশি আপনাদের জন্যই ভালো হবে এজন্য বেশি বেশি লেখার চেষ্টা করবেন এবং লেখাগুলো যেন নিজের থেকে হয় অন্যের কপি করা যাবে না।

কপি পেস্ট করা যাবে না
আপনারা লেখার সময় খেয়াল রাখবেন যেন আপনাদের লেখাগুলো অন্যের সঙ্গে না মিলে যায় আপনারা অন্যের লেখাগুলো দেখে দেখে শুধু ধারণা নিতে পারবেন সে অনুযায়ীলিখতে পারবেন কিন্তু অন্যের লেখা কপি করা যাবে না। আপনারা শুধু টাইটেল, হেডিং,সাবহেডিং গুলো কপি করতে পারবেন কিন্তু লেখাগুলো কপি করা যাবে না। বাংলা আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে কপি পেস্ট করা যাবে না।

নাম্বার ও বুলেট পয়েন্ট ব্যবহার
আর্টিকেল লেখার সময় আপনারা যে হেডিং দিবেন এবং হেডিং এর সাথে কোন পয়েন্ট লিখলে সে পয়েন্টগুলো বুলেট আকারে অথবা নাম্বার লিস্ট আকার লিখতে হবে যেন পাঠকের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তাহলে নাম্বার ও বুলেট পয়েন্টের সঠিক ব্যবহার করতে হবে।

অন পেজ এসিও
বাংলা আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে সঠিকভাবে অন পেজ এসিও করা।পোস্ট লিখা কমপ্লিট হওয়ার পর অন পেজ এসিও করে দেখতে হবে আমাদের আর্টিকেলটি ঠিক আছে কিনা। অন পেজ এসিওর মধ্যে ফোকাস কিওয়ার্ড সেকেন্ডারি কিওয়ার্ড এবং রেনডম কিওয়ার্ড ঠিক আছে কিনা চেক করে নিতে হবে।

কোন কোন বিষয়ের উপর আর্টিকেল লিখবেন

ওয়েবসাইটে আর্টিকেল লেখার কোন নির্দিষ্ট নিয়ম নেই আপনি যেকোনো বিষয়ে আর্টিকেল লিখতে পারবেন| তবে আপনি যে বিষয়ে আগ্রহী যে বিষয়ে আপনি ভালো জানেন সেই বিষয়ের উপরই আপনি ভালোভাবে লিখতে পারবেন| তবে আর্টিকেল লেখা নিয়ম হচ্ছে আপনি যে বিষয়ে লিখবেন সে বিষয়ে সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে| তারপরও আপনারা কোন বিষয়ের উপর আটিকে লিখবেন সে সম্পর্কে কিছু ধারনা দেওয়া রয়েছে চলুন তাহলে জেনে নিন বাংলা আর্টিকেল লেখার নিয়ম অনুযায়ী কোন কোন বিষয়ের উপর আর্টিকেল লিখবেন|

শিক্ষা বিষয়ে আর্টিকেল

শিক্ষা সংক্রান্ত ক্যাটাগরিতে আপনারা শিক্ষা বিষয়ে আর্টিকেল লিখতে পারবেন| মনে করেন আপনি গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান ইত্যাদি বিষয়ে দক্ষ তাহলে আপনারা এ বিষয়গুলো নিয়ে আর্টিকেল লিখতে পারবেন| এমন ভাবে লিখতে হবে যেনছাত্র-ছাত্রীদের উপকার হয় এবং তারা পরবর্তীতে আবার আপনার নতুন পোস্টের জন্য অপেক্ষা করে|

ধর্ম ও জীবন

ইসলাম সংক্রান্ত ক্যাটাগরিতে ধর্মীয় জীবনযাপন এসব বিষয় নিয়ে আপনারা লিখতে পারবেন| পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজের নিয়ম, ইসলামের আলোকে জীবন যাপন করবেন কিভাবে ,নবীদের জীবন কাহিনী, বিভিন্ন দোয়া, সূরা, কখন কিভাবে পড়তে হয়, মা ফাতেমার জীবনী, আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা জীবন কাহিনী এরকম আরো ধর্মীয় সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা নিয়মিত আর্টিকেল লিখতে পারবেন| 

সাহিত্য বিষয়ক

আপনারা আপনাদের ওয়েবসাইটে সাহিত্য নিয়ে লেখালেখি করতে পারবেন| যেমন বিভিন্ন লেখকের জীবন কাহিনী, কোন কবি কোন উপন্যাস লিখেছেন, বিভিন্ন বই সম্পর্কে আপনার রিভিউ দিতে পারবেন তবে যে বই সম্পর্কে রিভিউ দিবেন সেই বই সম্পর্কে আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তাহলে ভালোভাবে লিখতে পারবেন| এভাবে আপনারা বাংলা আর্টিকেল লেখা নিয়ম অনুযায়ী আর্টিকেল নিয়মিত লিখবেন|

স্বাস্থ্য ও সেবা

স্বাস্থ্য ও সেবা বিষয়ে আপনারা আর্টিকেল লিখতে পারবেন| মানুষের শরীরে বিভিন্ন রকম রোগ হয় অনেক ধরনের সমস্যা দেখা দেয় তবে স্বাস্থ্য বিষয়ক যে কথাগুলো আপনি লিখবেন তা অবশ্যই আপনাকে জানতে হবে তারপর লিখতে হবে| তবে আপনারা হেয়ার কেয়ার টিপস, বিউটি টিপস, হেলথ টিপস, বিভিন্ন ডাক্তারের সম্পর্কে জানাশোনা থাকলে এসব বিষয়ে সম্পর্কেও লেখালেখি করতে পারবেন|

চাকরি বিষয়ে আর্টিকেল

বাংলা আর্টিকেল লেখার নিয়ম অনুসারে আপনারা চাকরির বিষয়ে আর্টিকেল লিখতে পারবেন| কখন চাকরির সার্কুলার দিচ্ছে; কোন চাকরিতে কতজন লোক নিবে, কোন চাকরিতে শিক্ষাগত যোগ্যতা কত অনলাইনে কিভাবে চাকরির জন্য এপ্লাই করবেন, কিভাবে চাকরি প্রিপারেশন নিবেন এসব বিষয়ে আর্টিকেল লেখালেখি করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন|

বিনোদন

বাংলা আর্টিকেল লেখার নিয়ম অনুযায়ী বিনোদন বিষয়ে লেখালেখি করে আপনারা আয় করতে পারবেন| যেমন হলিউড বলিউড সেলিব্রেটিদের জীবন কাহিনী, বিভিন্ন মুভি সম্পর্কে লেখালেখি, কোন মুভি কখন রিলিজ পাবে; কোন মুভিতে কোন কোন অভিনেত্রী রয়েছে, হলিউড বলিউড অভিনেত্রীদের খবরাখবর এসব বিষয় নিয়ে আপনার আর্টিকেল লিখতে পারবেন|

তথ্য প্রযুক্তি

বাংলা আর্টিকেল লেখার নিয়ম অনুযায়ী তথ্য প্রযুক্তি বিষয়ে আপনারা আর্টিকেল লিখে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন| বিভিন্ন সফটওয়্যার, কোন অ্যাপ ইন্সটল করলে কি কি উপকার হবে, বিভিন্ন গেমস বিষয়ে বর্ণনা এসব লেখালেখি করেও আপনারা অনলাইন থেকে আয় করতে পারবেন|

বাংলা আর্টিকেলের ভিজিটর পাব কোথায়

বাংলা আর্টিকেল লেখার নিয়ম অনুযায়ী আর্টিকেল লিখতে হবে| আর্টিকেল লেখা হলে ভিজিটর পাওয়ার জন্য আপনাকে আপনার টাইমলাইনে আপনার পোস্টগুলো শেয়ার করা লাগবে| যত বেশি মানুষের কাছে আপনার লেখাগুলো পৌঁছে যাবে আপনার তত বেশি ভিজিটর বাড়বে| এজন্য আপনারা whatsapp, messenger, বিভিন্ন চ্যাটিং গ্রুপে আপনার পোস্টগুলো শেয়ার করবেন যেন আপনার ভিজিটর বাড়ে| এভাবে যত পোস্ট লিখবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার ভিজিটর বাড়তেছে|

পরিশেষ

বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আপনারা যদি এ নিয়মগুলো ফলো করে আর্টিকেল লিখেন তাহলে দেখবেন আপনাদের ওয়েবসাইটে অনেক ভিউ হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আপনাদের ইনকাম শুরু হবে। নিয়ম গুলু ফলো করার চেষ্টা করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪