বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
এখানে আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান বিষয়ে যে প্রশ্নগুলো হয়েছিল সে প্রশ্নগুলোর সঠিক উত্তর জানতে পারবেন। সাধারণ জ্ঞান হতে আসা প্রশ্ন ও উত্তর গুলো সংগ্রহ করে এখানে দেওয়া রয়েছে আপনারা পড়ে জেনে নিন।
সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্নোত্তর গুলো বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে। এখান থেকে আপনারা প্রশ্ন ও উত্তর গুলো পড়লে কিছু না কিছু কমন পাবেন আশা করা যায়।
ভূমিকা
আজকে যে সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন ও উত্তর গুলো দেয়া হয়েছে এ প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে| এজন্য আপনারা এ প্রশ্নগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারা সাধারণ জ্ঞান বিষয়ে কিছু না কিছু কমন পেয়েছেন|
সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন উত্ত
১) সার্চ ইঞ্জিনের জনক কে?উত্তরঃঅ্যালান এমটাজ
২) ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি?
উত্তরঃ ডটকম
৩)গুগলের প্রতিষ্ঠাতা-
উত্তরঃ ল্যারি পেজ ও সার্গেই ব্রিন
৪) মার্ক জাকারবার্গ ও তার তিন সহপাঠী কত সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ২০০৪
৫) টুইটারের যাত্রা শুরু হয় কবে?
উত্তরঃ ২০০৬
৬) মার্কেটিং এর জনক কে
উত্তরঃ ফিলিপ কটলার
৭)' ম্যাপল পাতার দেশ' কোন দেশের উপনাম?
উত্তরঃ কানাডা
আরো পড়ুন বিভিন্ন চাকুরীর পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্ন
৮)' সাত পাহাড়ের দেশ' বলা হয় কোন দেশকে?
উত্তরঃ রোম
৯) পৃথিবীর ছাদ হলো
উত্তরঃ পামির মালভূমি
১০) শিকাগো শহরকে বলা হয়-
উত্তরঃ বাতাসের শহর
১১) কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়?
উত্তরঃ সিডনি শহরকে
১২) বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী হলেন-
উত্তরঃ নিশাত মজুমদার
১৩) পদ্মা নদীর উৎপত্তিস্থল হল_
উত্তরঃ গঙ্গোত্রী হিমবাহ
১৪) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯২১ সালে
১৫)BRICS এর সদস্য গুলো হল-
উত্তরঃ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
১৬) বিশ্বসেরা মুক্তিযোদ্ধা মোঃ আলী মারা যান কত সালে।?
উত্তরঃ ২০১৬ সালে
১৭) সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তরঃ পাপুয়া নিউ আদ্রে ভেসেলিয়াসগিনি
১৮) ভাটির দেশ নামে পরিচিত কোন দেশ?
৮)' সাত পাহাড়ের দেশ' বলা হয় কোন দেশকে?
উত্তরঃ রোম
৯) পৃথিবীর ছাদ হলো
উত্তরঃ পামির মালভূমি
১০) শিকাগো শহরকে বলা হয়-
উত্তরঃ বাতাসের শহর
১১) কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়?
উত্তরঃ সিডনি শহরকে
১২) বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী হলেন-
উত্তরঃ নিশাত মজুমদার
১৩) পদ্মা নদীর উৎপত্তিস্থল হল_
উত্তরঃ গঙ্গোত্রী হিমবাহ
১৪) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯২১ সালে
১৫)BRICS এর সদস্য গুলো হল-
উত্তরঃ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
১৬) বিশ্বসেরা মুক্তিযোদ্ধা মোঃ আলী মারা যান কত সালে।?
উত্তরঃ ২০১৬ সালে
১৭) সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তরঃ পাপুয়া নিউ আদ্রে ভেসেলিয়াসগিনি
১৮) ভাটির দেশ নামে পরিচিত কোন দেশ?
আরো পড়ুন Flowers Name- ফুলের বাংলা ও ইংরাজি নাম
উত্তরঃ বাংলাদেশ
১৯) এনাটমির জনক কে?
উত্তরঃআঁদ্রে ভাসালিয়াস
২০)' রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ যুক্তরাজ্য
২১) আধুনিক শিক্ষার জনক কে?
উত্তরঃ বাল মেগারিজ
২২) ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ ভিনটন জি কারফ
২৩)WWW এর জনক কে?
উত্তরঃ টিম বানাস লি
২৪) ই-মেইলের জনক কে?
উত্তরঃ রে টমলিনসন
২৫)' বলিশিরা ভ্যালি' কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার জেলায়
২৬) হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি
২৭) নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
২৮) বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তরঃ মালভূমি
২৯) হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ পঞ্চগড়কে
৩০) বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন?
উত্তরঃ ১৯৬৯ সালে
৩১) আধুনিক ফিনান্সের জনক কে?
উত্তরঃ ডক্টর ইউগেন ফামা
৩২) বাংলাদেশের আমাজান বলা হয়-
উত্তরঃ সিলেটের রাতারগুল বনকে
৩৩) কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তরঃ তুলা গাছকে
৩৪) সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে ?
উত্তরঃ রাঙ্গামাটিকে
৩৫) প্রাচ্যর ডান্ডি হিসাবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?
উত্তরঃ নারায়ণগঞ্জ
৩৬) বাংলাদেশের প্রবেশদার বলা হয়-
উত্তরঃ চট্টগ্রামকে
৩৭) ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তরঃ সিলেট জেলাকে
৩৮) বারো আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ চট্টগ্রাম কে
৩৯) বাংলাদেশের শীতল পানির ঝরনা কোথায়?
উত্তরঃ কক্সবাজার
৪০) বাংলাদেশে গরম পানির ঝর্ণা কোথায়?
উত্তরঃ সীতাকুন্ড
৪১) বাংলার ভেনিস তথা বাংলার শস্য ভান্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তরঃবরিশাল
৪২) বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ ভোলা জেলাকে
৪৩) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উত্তরঃ সংবিধান
৪৪) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়)_ আছে?
উত্তরঃ ১১ টি
৪৫) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তরঃ ১৫৩ টি
৪৬) প্রকৃতির কন্যা বলা হয় বাংলাদেশের কোন স্থানকে?
উত্তরঃ সিলেটের জাফলং কে
উত্তরঃ ৬.১৫ কি.মি
২) বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?
উত্তরঃ তিনটি
৩) মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার
৪) বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
উত্তরঃ কিলোওয়াট/ঘন্টা
৫) কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই?
উত্তরঃ বান্দরবান
৬) মেট্রোরেল কত তারিখে উদ্ভাবন করা হয়?
উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০২২
৭) রামু উপজেলা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
৮) বাংলাদেশ ইন্টারনেট ব্যবহার সবার জন্য উপযুক্ত করা হয়?
উত্তরঃ ১৯৯৬ সালে
৯) বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
উত্তরঃ হাডুডু
১০) বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উত্তরঃ পঞ্চগড়
১১) কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ?
উত্তরঃ ঢাকা
১২) বাংলাদেশের আইনসভার নাম কি?
উত্তরঃ জাতীয় সংসদ
১৩) দেশের জাতীয় দিবস কোনটি
উত্তরঃ ২৬ শে মার্চ
১৪) ১৭ মার্চ, ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কততম জন্মবার্ষিকী পালিত হলো?
উত্তরঃ ১০৩
১৫) পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উত্তরঃ চীন
১৬) পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া
১৭) ৫ টাকার নোটে স্বাক্ষর থাকে-
উত্তরঃ অর্থ সচিবের
১৮) গ্রীন হাউজ প্রভাব-এর পরিণতি কি?
উত্তরঃ তাপমাত্রা বৃদ্ধি ও মরুকরণ
১৯) মূল্য সংযোজন কর মূসক একটি-
উত্তরঃ পরোক্ষ কর
২০) যখন সূর্য ও চন্দ্রের মধ্য পৃথিবী অবস্থান করে তখন হয়-
উত্তরঃ চন্দ্রগ্রহণ
২১) অস্ট্রিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ ভিয়েনা
২২)' বিশ্বকাপ ক্রিকেট-২০১৯' দেখতে সাহায্য করেছিল কোন উপগ্রহ?
উত্তরঃ যোগাযোগ
২৩) আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংস্কৃতির উন্নয়নের বিষয় বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে আছে?
উত্তরঃ অনুচ্ছেদ ২৫
২৪) ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্যরাতে নিরীহ বাঙ্গালীদের উপর হামলার সাংকেতিক চিহ্ন ছিল?
উত্তরঃ অপারেশন পোড়ামাটি
২৫) কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তরঃ ১৯৫৬ সালে
২৬) বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ জনাব তাজা উদ্দিন আহমেদ
২৭) ঢাকা স্বাধীনতা যুদ্ধে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিলেন?
উত্তরঃ সেক্টর ২
২৮)বীরাঙ্গনা দের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়-
উত্তরঃ ১৬ সেপ্টেম্বর ২০১৫
২৯) মুক্তিযুদ্ধের সময় ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন?
উত্তরঃ লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
৩০)' মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার কে?
উত্তরঃ গোবিন্দ হালদার
৩১) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোথায় অবস্থিত?
উত্তরঃ মিরসরাই
৩২) বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
উত্তরঃ ৬১
৩৩) মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
৩৪) ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ লিও
৩৫) বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি?
উত্তরঃ হাকালুকি
৩৬) বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত
উত্তরঃ কক্সবাজার
৩৭) ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয়?
উত্তরঃ লাহোরে
৩৮) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
উত্তরঃ জুলাই ২০২০ থেকে জুন ২০২৫
৩৯) কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে?
উত্তরঃ যুক্তরাজ্য
৪০) দহগ্রাম ছিট মহল কোথায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট
৪১)_ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
উত্তরঃ১২২
৪২) বৃটেনের প্রশাসনিক সদর দপ্তর কে বলা হয়?
উত্তরঃ হোয়াইট হল
৪৩) সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তরঃ পটুয়াখালী
৪৪) কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
উত্তরঃ ১৩
৪৫) বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন জনপ্রতিনিধি হওয়ার অন্যতম বয়স কত?
উত্তরঃ ২৫ বছর
৪৬) বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
উত্তরঃ হালদা নদী স্বাধীনতা যুদ্ধে
৪৭) ইউনিয়ন ডিজিটাল সেন্টার কি?
উত্তরঃ ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র
৪৮) স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত?
উত্তরঃ ১১ টি
৪৯) দোয়েল চত্বর স্থাপত্যের স্থপতি কে?
উত্তরঃ আজিজুল জলিল পাশা
৫০)ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কী বোঝেন ?
উত্তরঃ উপকূলীয় বন
৫১) ঐতিহাসিক পানাম নগর কোথায় অবস্থিত
উত্তর: সোনারগাঁ
৫২) মৌমাছির চাষকে কি বলা হয়?
উত্তর: এপিকালচার
৫৩) বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মেয়াদ কত বছর?
উত্তর: পনেরো বছর
৫৪) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬
৫৫) কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী?
উত্তর: শ্রীলংকা
৫৬) বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর: নীলনদ
৫৭) ইতিহাসের জনক কে?
উত্তর: হেরোডোটাস
৫৮) বিশ্ব নারী দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তর: ৮ই মার্চ
৫৯) ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে?
উত্তর: ১৯৪৮
৬০) বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি?
উত্তর: শ্রীমঙ্গল
৬১) বাংলাদেশ ও মায়ানমারের মধ্যেও সীমান্তবর্তী নদী কোনটি?
উত্তর: নাফ
৬২) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান
৬৩) মাতার বাড়ি কোন জেলায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার
৬৪) দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: সিন্ধু হিন্দো
৬৫) ইউনেসকো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৭ নভেম্বর ১৯৯৯
৬৬) বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোথায়?
উত্তর তিতাস
৬৭) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন?
উত্তর: আইন
৬৮) মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ৮ নম্বর
৬৯) জয় বাংলা বাংলার জয় গানটি সুরকার কে?
উত্তর :আনোয়ার পারভেজ
৭০) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত?
উত্তর: ২৪০০ মেগা ওয়াট
৭১) হাম্বান টোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
উত্তর: শ্রীলংকা
৭২) এসডিজি(SDG) বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল?
উত্তর :২০৩০
৭৩) রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হবে?
উত্তর: ইউরেনিয়াম
৭৪) বাংলাদেশের লোকশিল্প ও জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁও
৭৫) সম্প্রতি বাংলাদেশে কোন দেশের দূতাবাস খোলা হয়েছে?
উত্তর: আর্জেন্টিনা
৭৬) নেপালের মুদ্রার নাম কি?
উত্তর: রুপি
৭৭) ঢাকা বিভাগে কয়টি জেলা?
উত্তর: ১৩ টি
৭৮) রুপপুর পারমানবিক কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে?
উত্তর: রাশিয়া
৭৯) পাথরের উপর ছবি এঁকে সাপ দেওয়ার পদ্ধতি কে কি বলে?
উত্তর: লিথোগ্রাফি
৮০) স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত?
উত্তর: অটোয়া
৮১) যুদ্ধ বন্দীদের প্রতি আচরণবিধি কোনটি?
উত্তর: জেনেভা কনভেনশন
৮২) অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে?
উত্তর: উইনস্টন চার্চিল
৮৪) আমার দেখা রাজনীতির' ৫০ বছর কার লেখা?
উত্তর:আবুল মনসুর
৮৫) ১৯৬৬ সালে ৬ দফার 'ক' টি দফা অর্থনীতি বিষয়ক ছিল ?
উত্তরঃ ৩ টি
উত্তরঃ বাংলাদেশ
১৯) এনাটমির জনক কে?
উত্তরঃআঁদ্রে ভাসালিয়াস
২০)' রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ যুক্তরাজ্য
২১) আধুনিক শিক্ষার জনক কে?
উত্তরঃ বাল মেগারিজ
২২) ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ ভিনটন জি কারফ
২৩)WWW এর জনক কে?
উত্তরঃ টিম বানাস লি
২৪) ই-মেইলের জনক কে?
উত্তরঃ রে টমলিনসন
২৫)' বলিশিরা ভ্যালি' কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার জেলায়
২৬) হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি
২৭) নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
২৮) বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তরঃ মালভূমি
২৯) হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ পঞ্চগড়কে
৩০) বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন?
উত্তরঃ ১৯৬৯ সালে
৩১) আধুনিক ফিনান্সের জনক কে?
উত্তরঃ ডক্টর ইউগেন ফামা
৩২) বাংলাদেশের আমাজান বলা হয়-
উত্তরঃ সিলেটের রাতারগুল বনকে
৩৩) কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তরঃ তুলা গাছকে
৩৪) সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে ?
উত্তরঃ রাঙ্গামাটিকে
৩৫) প্রাচ্যর ডান্ডি হিসাবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?
উত্তরঃ নারায়ণগঞ্জ
৩৬) বাংলাদেশের প্রবেশদার বলা হয়-
উত্তরঃ চট্টগ্রামকে
৩৭) ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তরঃ সিলেট জেলাকে
৩৮) বারো আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ চট্টগ্রাম কে
৩৯) বাংলাদেশের শীতল পানির ঝরনা কোথায়?
উত্তরঃ কক্সবাজার
৪০) বাংলাদেশে গরম পানির ঝর্ণা কোথায়?
উত্তরঃ সীতাকুন্ড
৪১) বাংলার ভেনিস তথা বাংলার শস্য ভান্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তরঃবরিশাল
৪২) বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ ভোলা জেলাকে
৪৩) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উত্তরঃ সংবিধান
৪৪) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়)_ আছে?
উত্তরঃ ১১ টি
৪৫) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তরঃ ১৫৩ টি
৪৬) প্রকৃতির কন্যা বলা হয় বাংলাদেশের কোন স্থানকে?
উত্তরঃ সিলেটের জাফলং কে
২০২৩ সালের বিভিন্ন পরীক্ষাতে আসা সাধারণ জ্ঞান
১) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?উত্তরঃ ৬.১৫ কি.মি
২) বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?
উত্তরঃ তিনটি
৩) মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার
৪) বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
উত্তরঃ কিলোওয়াট/ঘন্টা
৫) কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই?
উত্তরঃ বান্দরবান
৬) মেট্রোরেল কত তারিখে উদ্ভাবন করা হয়?
উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০২২
৭) রামু উপজেলা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
৮) বাংলাদেশ ইন্টারনেট ব্যবহার সবার জন্য উপযুক্ত করা হয়?
উত্তরঃ ১৯৯৬ সালে
৯) বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
উত্তরঃ হাডুডু
১০) বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উত্তরঃ পঞ্চগড়
১১) কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ?
উত্তরঃ ঢাকা
১২) বাংলাদেশের আইনসভার নাম কি?
উত্তরঃ জাতীয় সংসদ
১৩) দেশের জাতীয় দিবস কোনটি
উত্তরঃ ২৬ শে মার্চ
১৪) ১৭ মার্চ, ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কততম জন্মবার্ষিকী পালিত হলো?
উত্তরঃ ১০৩
১৫) পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উত্তরঃ চীন
১৬) পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া
১৭) ৫ টাকার নোটে স্বাক্ষর থাকে-
উত্তরঃ অর্থ সচিবের
১৮) গ্রীন হাউজ প্রভাব-এর পরিণতি কি?
উত্তরঃ তাপমাত্রা বৃদ্ধি ও মরুকরণ
১৯) মূল্য সংযোজন কর মূসক একটি-
উত্তরঃ পরোক্ষ কর
২০) যখন সূর্য ও চন্দ্রের মধ্য পৃথিবী অবস্থান করে তখন হয়-
উত্তরঃ চন্দ্রগ্রহণ
২১) অস্ট্রিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ ভিয়েনা
২২)' বিশ্বকাপ ক্রিকেট-২০১৯' দেখতে সাহায্য করেছিল কোন উপগ্রহ?
উত্তরঃ যোগাযোগ
২৩) আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংস্কৃতির উন্নয়নের বিষয় বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে আছে?
উত্তরঃ অনুচ্ছেদ ২৫
২৪) ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্যরাতে নিরীহ বাঙ্গালীদের উপর হামলার সাংকেতিক চিহ্ন ছিল?
উত্তরঃ অপারেশন পোড়ামাটি
২৫) কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তরঃ ১৯৫৬ সালে
২৬) বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ জনাব তাজা উদ্দিন আহমেদ
২৭) ঢাকা স্বাধীনতা যুদ্ধে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিলেন?
উত্তরঃ সেক্টর ২
২৮)বীরাঙ্গনা দের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়-
উত্তরঃ ১৬ সেপ্টেম্বর ২০১৫
২৯) মুক্তিযুদ্ধের সময় ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন?
উত্তরঃ লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
৩০)' মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার কে?
উত্তরঃ গোবিন্দ হালদার
৩১) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোথায় অবস্থিত?
উত্তরঃ মিরসরাই
৩২) বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
উত্তরঃ ৬১
৩৩) মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
৩৪) ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ লিও
৩৫) বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি?
উত্তরঃ হাকালুকি
৩৬) বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত
উত্তরঃ কক্সবাজার
৩৭) ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয়?
উত্তরঃ লাহোরে
৩৮) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
উত্তরঃ জুলাই ২০২০ থেকে জুন ২০২৫
৩৯) কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে?
উত্তরঃ যুক্তরাজ্য
৪০) দহগ্রাম ছিট মহল কোথায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট
৪১)_ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
উত্তরঃ১২২
৪২) বৃটেনের প্রশাসনিক সদর দপ্তর কে বলা হয়?
উত্তরঃ হোয়াইট হল
৪৩) সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তরঃ পটুয়াখালী
৪৪) কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
উত্তরঃ ১৩
৪৫) বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন জনপ্রতিনিধি হওয়ার অন্যতম বয়স কত?
উত্তরঃ ২৫ বছর
৪৬) বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
উত্তরঃ হালদা নদী স্বাধীনতা যুদ্ধে
৪৭) ইউনিয়ন ডিজিটাল সেন্টার কি?
উত্তরঃ ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র
৪৮) স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত?
উত্তরঃ ১১ টি
৪৯) দোয়েল চত্বর স্থাপত্যের স্থপতি কে?
উত্তরঃ আজিজুল জলিল পাশা
৫০)ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কী বোঝেন ?
উত্তরঃ উপকূলীয় বন
৫১) ঐতিহাসিক পানাম নগর কোথায় অবস্থিত
উত্তর: সোনারগাঁ
৫২) মৌমাছির চাষকে কি বলা হয়?
উত্তর: এপিকালচার
৫৩) বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মেয়াদ কত বছর?
উত্তর: পনেরো বছর
৫৪) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬
৫৫) কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী?
উত্তর: শ্রীলংকা
৫৬) বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর: নীলনদ
৫৭) ইতিহাসের জনক কে?
উত্তর: হেরোডোটাস
৫৮) বিশ্ব নারী দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তর: ৮ই মার্চ
৫৯) ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে?
উত্তর: ১৯৪৮
৬০) বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি?
উত্তর: শ্রীমঙ্গল
৬১) বাংলাদেশ ও মায়ানমারের মধ্যেও সীমান্তবর্তী নদী কোনটি?
উত্তর: নাফ
৬২) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান
৬৩) মাতার বাড়ি কোন জেলায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার
৬৪) দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: সিন্ধু হিন্দো
৬৫) ইউনেসকো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৭ নভেম্বর ১৯৯৯
৬৬) বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোথায়?
উত্তর তিতাস
৬৭) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন?
উত্তর: আইন
৬৮) মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ৮ নম্বর
৬৯) জয় বাংলা বাংলার জয় গানটি সুরকার কে?
উত্তর :আনোয়ার পারভেজ
৭০) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত?
উত্তর: ২৪০০ মেগা ওয়াট
৭১) হাম্বান টোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
উত্তর: শ্রীলংকা
৭২) এসডিজি(SDG) বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল?
উত্তর :২০৩০
৭৩) রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হবে?
উত্তর: ইউরেনিয়াম
৭৪) বাংলাদেশের লোকশিল্প ও জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁও
৭৫) সম্প্রতি বাংলাদেশে কোন দেশের দূতাবাস খোলা হয়েছে?
উত্তর: আর্জেন্টিনা
৭৬) নেপালের মুদ্রার নাম কি?
উত্তর: রুপি
৭৭) ঢাকা বিভাগে কয়টি জেলা?
উত্তর: ১৩ টি
৭৮) রুপপুর পারমানবিক কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে?
উত্তর: রাশিয়া
৭৯) পাথরের উপর ছবি এঁকে সাপ দেওয়ার পদ্ধতি কে কি বলে?
উত্তর: লিথোগ্রাফি
৮০) স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত?
উত্তর: অটোয়া
৮১) যুদ্ধ বন্দীদের প্রতি আচরণবিধি কোনটি?
উত্তর: জেনেভা কনভেনশন
৮২) অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে?
উত্তর: উইনস্টন চার্চিল
৮৪) আমার দেখা রাজনীতির' ৫০ বছর কার লেখা?
উত্তর:আবুল মনসুর
৮৫) ১৯৬৬ সালে ৬ দফার 'ক' টি দফা অর্থনীতি বিষয়ক ছিল ?
উত্তরঃ ৩ টি
পরিশেষ
বিভিন্ন চাকরির পরীক্ষায় এ প্রশ্নগুলো এসেছে সাধারণ জ্ঞান হতে| এই প্রশ্ন ও উত্তরগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে সংগ্রহ করা হয়েছে আপনারা এখান থেকে এগুলো পড়লে চাকরির পরীক্ষায় কিছু না কিছু সাধারণ জ্ঞান বিষয়ে কমন পাবেন আশা করা যায়|
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url