বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
এখানে আপনারা বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ থেকে যে প্রশ্নগুলো হয়েছিল সে প্রশ্ন গুলোর সঠিক উত্তর জানতে পারবেন ।এক কথায় প্রকাশ থেকে আসা প্রশ্ন ও উত্তর গুল সংগ্রহ করে এখানে দেওয়া রয়েছে পড়ে জেনে নিন ।
এই প্রশ্ন গুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বার বার আসে।আপনারা একবার এই প্রশ্ন ও উত্তর গুলো ভালোভাবে পড়ে রাখলে এক কথায় প্রকাশ থেকে কোন প্রশ্ন আসলে আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ।
ভূমিকা
আজকে যে এক কথায় প্রকাশ প্রশ্ন ও উত্তর গুলু দেওয়া হয়েছে এই গুলা বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে। এই গুলা সব বাছাই করা প্রশ্ন চাকরির পরীক্ষায় বার বার আসে ।আপনারা এই প্রশ্ন ও উত্তর গুলু পড়ে রাখলে এক কথায় প্রকাশ থেকে কোন প্রশ্ন আসলে আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ।
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
১) একই গুরুর শিষ্য-এক কথায় প্রকাশ
উত্তরঃ সতী
২) চৈত্র মাসের ফসল-এক কথায় প্রকাশ
উত্তরঃ চৈতালি
৩)শত অব্দের সমাহার -এক কথায় প্রকাশ
উত্তরঃ শতাব্দী
৪) হেমন্ত জাত-এক কথায় প্রকাশ
উত্তরঃ হৈমন্তিক
৫) জয়ের জন্য যে উৎসব-এক কথায় প্রকাশএক কথায় প্রকাশ
উত্তরঃ জয়ন্তী
৬) পা ধোয়ার জল-এক কথায় প্রকাশ
উত্তরঃ পাদ্য
৭) কোকিলের ডাক-এক কথায় প্রকাশ
উত্তরঃ কুহু
8) সোনার মত-
উত্তরঃ সোনালী
৯) কোথাও উন্নত কোথাও অবনত-
উত্তরঃবন্ধুর
১০) অনেকের মধ্যে একজন-
উত্তরঃ অন্যতম
১১) যা বপন অধিকাকরা হয়েছে-
উত্তরঃ উপ্ত
১২) বাবুর মতো আচরণ-
উত্তরঃ বাবুয়ানা
১৩) যা অধ্যয়ন করা হয়েছে-
উত্তরঃঅধীত
১৪) যে পরে জন্মেছে-
উত্তরঃঅনুজ
১৫) ফুল হতে তৈরি-
উত্তরঃ ফুলেল
১৬) যা লোক বিদিত-
উত্তরঃ লৌকিক
১৭) ভয় নেই যার-
উত্তরঃ নির্ভীক
১৮) পাঁচমিশালী মসলা-
উত্তরঃ পাঁচফোড়ন
১৯) একই অর্থের শব্দ-
উত্তরঃসমার্থক
২০) সভার সদস্য-
উত্তরঃসভাষদ
২১) গমন করতে পারে যে-
উত্তরঃ জঙ্গম
২২) একের পরিবর্তে অপরের সই-
উত্তরঃ বকলম
২৩) পড়া হয়েছে যা-
উত্তরঃগঠিত
২৪) যা ক্ষণকালের জন্য স্থায়ী-
উত্তরঃ ক্ষণস্থায়ী
২৫) পান করার ইচ্ছা-
উত্তরঃ পিপাসা
২৬) আকাশে চরে যে-
উত্তরঃ খেচর
২৭) হরিণের চামড়া-
উত্তরঃ অজিন
২৮) ময়ূরের ডাক-
উত্তরঃ কেকা
৩০) যা হৃদয় স্পর্শ করে-
উত্তরঃ হৃদয়স্পর্শী
৩১) তিনি নই আইকফলের সমাহার-
উত্তরঃ ত্রিফলা
৩২) অকালে পক্ক হয়েছে যে-
উত্তরঃ অকালপক্ক
৩৩) দিন ও রাত্রির সন্ধিক্ষণ
উত্তরঃ গোধূলি
৩৪) যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে-
উত্তরঃ অবি
৩৫)সুচিস্মিতা শব্দের অর্থ -
উত্তরঃ যে নারীর হাসি সুন্দর
৩৬)যে নারীর স্বামী ও পুত্র নেই-
উত্তরঃ অবীরা
৩৭) 'হরণ করার ইচ্ছা -
উত্তরঃজিহীর্ষা
৩৮) স্থায়ী ঠিকানা নেই যার -
উত্তরঃ উদ্বাস্ত
৩৯) যিনি বক্তৃতা দানে পটু -
উত্তরঃবাগ্মী
৪০) কোনোভাবেই যা নিবারণ করা যায় না-
উত্তরঃঅনিবার্য
৪১) মাটি দিয়ে গড়া যা-
উত্তরঃ মৃন্ময়
৪২) নিজের দ্বারা অর্জিত-
উত্তরঃ সুপারজিত
৪৩) মৃতের মত অবস্থা যার-
উত্তরঃ মুমূর্ষু
৪৪) যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে-
উত্তরঃসব্যসাচী
৪৫) লজ্জা জন্মে যাতে-
উত্তরঃ লজ্জা কর
৪৬) যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে-
উত্তরঃ প্রোষিতপত্নীক
৪৭) যে নারীর হিংসা নেই-সংক্ষিপ্ত রুপ কোনটি ?
উত্তরঃ অনুসূয়া
৪৮) যিনি অনেক দেখেছেন-
উত্তরঃ ভূয়োদর্শী
৪৯) যা পূর্বে ছিল এখন নেই
উত্তরঃভূতপূর্ব
৫০) সৃষ্টি করার ইচ্ছা-
উত্তরঃসিসূক্ষা
৫১) ২৫ বছর পূর্ণ হওয়ার উৎসব-
উত্তরঃ রজত জয়ন্তী
৫২) পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব-
উত্তরঃ সুবর্ণজয়ন্তী
৫৩) নিন্দা করার ইচ্ছা-
উত্তরঃজুগুপ্সা
৫৪)উদক পানের ইচ্ছা-
উত্তরঃউদন্যা
৫৫)ক্ষমা করার ইচ্ছা-
উত্তরঃচীক্ষমিষা
৫৬)হাতির শাবক -
উত্তরঃকরভ
৫৭) যে নারীর স্বামী ও পুত্র মৃত-
উত্তরঃ অবীরা
৫৮) হরিণের চর্ম-
উত্তরঃ অজিন
৫৯) যে নারীর বিয়ে হয় না-
উত্তরঃঅনূঢা
৬০) অন্যের অপেক্ষা করতে হয় না যাকে-
উত্তরঃঅনপেক্ষ
৬১)ময়ূরের ডাক -
উত্তরঃকেকা
৬২)যা হৃদয় স্পর্শ করে-
উত্তরঃহৃদয়স্পর্শী
৬৩)অরিকে দমন করে যে -
উত্তরঃঅরিন্দম
৬৪)অকালে পক্ক হয়েছে যে-
উত্তরঃঅকালপক্ক
৬৫)কালে যা ঘটে -
উত্তরঃকালীন
৬৬)চিবিয়ে খেতে হয় যা -
উত্তরঃচর্ব্য
৬৭)অনুকরণ করার ইচ্ছা -
উত্তরঃঅনুচিকীর্ষা
৬৮)কি কর্তব্য তা বুজতে পারে না-
উত্তরঃকিংকর্তব্যবিমূঢ
৬৯)দুবার যার জন্ম হয়-
উত্তরঃদ্বিজ
৭০)পা হতে মাথা পর্যন্ত-
উত্তরঃআপাদমস্তক
৭১) আট প্রহর যা পরা যায় -
উত্তরঃআটপৌরে
৭২)প্রিয় কথা বলে যে নারী -
উত্তরঃপ্রিয়ংবদা
৭৩)ফল দান করে যা -
উত্তরঃফলদ
৭৪)সব কিছুই সহ্য করে যে-
উত্তরঃসর্বংসহ
৭৫)অনুসন্ধানের ইচ্ছা -
উত্তরঃঅনুসন্ধিংসা
৭৬)দান করা উচিত -
উত্তরঃদাতব্য
৭৭) পূর্ণিমার চাঁদ-
উত্তরঃরাকা
৭৮) ঈষৎ মধুর -
উত্তরঃআমধুর
৭৮) যা ভাবা হয়নি-
উত্তরঃঅভাবনীয়
৭৯) যা পূর্বে ছিল এখন নাই -
উত্তরঃভূতপূর্ব
৮০) মাটি ভেদ করে ওঠে যা -
উত্তরঃউদ্ভিদ
৮১) জয় করার ইচ্ছা -
উত্তরঃজিগীষা
৮২) অর্থ নাই যার -
উত্তরঃঅর্থহীন
৮৩)যিনি অনেক দেখেছেন -
উত্তরঃভূয়োদর্শী
৮৪) মাটির মত রং যার -
উত্তরঃখাকি
৮৫)চোখে দেখা যায় যা -
উত্তরঃচাক্ষুস
৮৬)ক্রিয়ার বিপরীত -
উত্তরঃপ্রতিক্রিয়া
৮৭)ঊর্ধ্ব থেকে নেমে আসা -
উত্তরঃঅবতরণ
৮৮) আপনাকে যে পণ্ডিত মনে করে
উত্তরঃপণ্ডিতম্মন্য
৮৯)ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -
উত্তরঃইতিহাসবেত্তা
৯০)একই মাথার উদরে জাত যার -
উত্তরঃসহোদর
৯১)এক থেকে শুরু করে ক্রমাগত -
উত্তরঃএকাদিক্রমে
৯২)যা বিনা যত্নে লাভ করা গিয়েছে-
উত্তরঃঅযত্নলব্ধ
৯৩) যার শত্রু নাই-
উত্তরঃঅজাতশত্রু
৯৪) যা বলা হয়নি-
উত্তরঃঅনুক্ত
৯৫)উপকারীর অপকার করে যে-
উত্তরঃকৃতঘ্ন
৯৬)হনন করিবার ইচ্ছা-
উত্তরঃজিঘাংসা
৯৭)যে নারী সূর্য দেখে না -
উত্তরঃঅসূর্যস্পর্শা
৯৮)অক্ষির অগোচরে -
উত্তরঃপরোক্ষ
৯৯) মৃতের মতো অবস্থা যার -
উত্তরঃ মুমূর্ষু
১০০) যা অভাব হয়নি -
উত্তরঃঅভাবনীয়
পরিশেষ
বিভিন্ন পরীক্ষায় এ প্রশ্ন গুলু এসেছ এক কথায় প্রকাশ থেকে।এই প্রশ্ন ও উত্তর গুলু সম্পূর্ণ নিরভুল্ভাবে সংগ্রহ করা হয়েছে ।আপনারা এখান থেকে এই প্রশ্ন ও উত্তর গুলু ভালোভাবে পড়লে চাকরির পরিক্ষায় এক কথায় প্রকাশ থেকে কিছু না কিছু কমন পাবেন আশা করা যায়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url