দ্রুত চুল লম্বা ও ঘন করার ঘরোয়া উপায়

 প্রিয় পাঠক আপনি কি  চুল লম্বা ও ঘন করার উপায় খুঁজছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য |এই আর্টিকেলের মাধ্যমে আপনি চুল লম্বা ও ঘন করাররোয়া উপায় ঘ গুলু সম্পর্কে জানতে পারবেন এবং চুলে কি কি উপকরণ কিভাবে ব্যবহার করবেন তার সঠিক সমাধান গুলু জেনে নিন

চুল লম্বা করার কিছু উপায় হচ্ছে নিয়মিত চুলের যত্ন করা| চুলের নিয়মিত যত্নের জন্য আপনাকে পেঁয়াজের তেল তৈরি করার নিয়ম, পেয়াজের রস ব্যবহারের নিয়ম, ক্যাস্টর অয়েল ব্যবহারের নিয়্‌ম,মেহেদি ও মেথি ব্যবহারের নিয়ম সম্পর্কে জানার জন্য আর্টিকেলটি পড়ুন।

ভূমিকা

প্রাচীন যুগ থেকেই রমণীর ঘন লম্বা চুল সবাইকে মুগ্ধ করে। লম্বা চুল মেয়েদের সৌন্দর্যকে দ্বিগুন ফুটিয়ে তুলে। অনেক কবি লম্বা ঘন চুলের বর্ণনা তাদের গল্প, উপন্যাস ,কবিতা ,রচনা ও ছন্দের মাধ্যমে প্রকাশ করেছেন।এ জন্য নিয়মিত চুলের যত্ন নিতে হবে এবং চুল লম্বা ও ঘন করার ঘরোয়া উপায় গুলু জানতে হবে।

চুল লম্বা করার কিছু উপায়

এখনকার সময়ে চুল লম্বা ঘন না হওয়া একটি বড় সমস্যা।নিয়মিত চুলের যত্ন না নেওয়া, চুল লম্বা ও ঘন করার ঘরোয়া উপায় না জানা চিন্তা ইত্যাদি কারণে আমাদের চুল লম্বা হয়না। আপনাদের মাঝে এমন অনেকেই আছে যারা চুলের যত্ন নেই না ।আপনি চাইলে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে আপনার চুল লম্বা ,ঘন,ও সিল্কি করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন।তবে জেনে নিন চুল লম্বা করার কিছু উপায়।

চুলে কি ধরণের তেল ব্যবহার করবেন

আমাদের নিয়মিত চুলে তেল ম্যাসাজ করতে হবে।তাহলে আমাদের চুলের গোড়া মজবুত ও শক্ত হবে । চুলে তেল ম্যাসাজ করার ফলে চুলের পুষ্টি বৃদ্ধি পায়। তেল না দেওয়ার কারণে চুল রুক্ষ হয়ে যায় যার জন্য চুল নষ্ট হয়ে যাই।এই জন্য চুল লম্বা ও ঘন করার ঘরোয়া উপায় গুলু জানতে হবে।তাহলে জেনে নেওয়া যাক আমরাআপনাদের চুলে কি ধরণের তেল ব্যবহার করবেন।

উপকরণ

  • অলিভ অয়েল
  • নারিকেল তেল
  • পেঁয়াজের তেল
  • সরিষার তেল

নিয়ম

  • অলিভ অয়েল বিভিন্ন হেয়ার প্যাকের সাথে ব্যবহার করতে পারেন বা অল্প পরিমান গরম করে চুলে ম্যাসাজ করে পারেন ।
  • নারিকেল তেল চুলের রুক্ষ ভাব ধুর করে চুলকে সতেজ রাখে বিশেষ করে শীতের সময়।
  • পেঁয়াজের তেল বাসায় তৈরি করে ব্যবহার করতে পারেন এই তেল চুলের গুঁড়া মজবুত করে ,নতুন চুল গজায় এবং চুল লম্বা ও ঘন হয়।
  • সরিষার তেলের সাথে আদা বাটা মিক্সড করে চুলের গুঁড়ায় রাতে দিলে চুল দ্রুত বৃদ্ধি পায় ।
আরও পড়ুন ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৩

পেঁয়াজের তেল তৈরি করার নিয়ম

পেঁয়াজের গুনাগুন অনেক যা বলে শেষ করা যাবে না।  চুল লম্বা ও ঘন করার ঘরোয়া উপায় হচ্ছে পেঁয়াজের তেল তৈরি করা।পেঁয়াজ দিয়ে তেল তৈরি করার ফলে আমাদের চুল লম্বা,ঘন,মজবুত,ও সিল্কি হয় এবং খুশকি থেকে মুক্তি পাওয়া যায় । ছেলে মেয়ে উভয়ে এই পেঁয়াজের তেল চুলে ম্যাসাজ করতে পারবেন । নতুন চুল গজাতে পেঁয়াজের তেল অনেক কার্যকরী। তাহলে আমরা এখন জানবো পেয়াজের তেল তৈরি করার নিয়ম।

উপকরণ

  • খাঁটি সরিষার তেল
  • পেঁয়াজ
  • করি পাতা
  • মেথি দানা
  • ১\২ কাফ নারিকের
  • তেল
  • রসুন

নিয়ম

  • তেল তৈরির জন্য খাঁটি সরিষার তেল লাগবে।সরিষার তেল চুল লম্বা করে ।

  • তারপর পেঁয়াজ মেথি দানা ব্লেন্ড করে নিবো ।
  • তার সঙ্গে কারি পাতা ব্লেন্ড করতে হবে ।কারি পাতা কন্ডিশনারের কাজ করে।বাজারে কারি পাতা পাওয়া যায়তেল ।
  • নারিকের তেল চুলকে সতেজ করে ।
  • সব শেষে রসুন চুলায় হালকে করে ভেজে নিতে হবে তারপর ব্লেন্ড করা পেঁয়াজ,মেথি দানা ,কারি পাতা রসুনের সাথে মিক্সড করে চুলায় কিছু সময় নাড়তে হবে।২০ মিনিট হলে নামিয়ে নিতে হবে ।
  • তারপর ছাকনি দিয়ে ছেঁকে তেল সংরক্ষন করতে।

  • ক্যাস্টর অয়েল ব্যবহারের নিয়ম
  • প্রথমত নারিকেল তেল বাস অন্য কোনো তেলের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যব হার করবেন ।

  • ক্যাস্টর অয়েল খুব অল্প পরিমান নিতে হবে বেশি হলে চুল ঝরে পরবে ।

  • বোতলে সংরক্ষন করে সপ্তাহে ২\৩ দিন ব্যবহার করতে পারবেন ।

  • ক্যাস্টর অয়েল চুল পড়া বন্ধ করে ,নতুন চুল গজাতে সাহায্য করে ।

পেঁয়াজের রস ব্যবহারের নিয়ম

চুল লম্বা ও ঘন করার ঘরোয়া উপায় হচ্ছে পেঁয়াজের রস ব্যবহার করা।আমাদের চুলের পরিমান অনুযায়ী পেঁয়াজ নিবো এবং পেঁয়াজ পেস্ট করে রস বের করে নিব।তারপর সেই রসের সাথে অল্প পরিমান নারিকেল তেল দিয়ে চুলের গুড়ায় লাগিয়ে নিবো।লাগানোর পর ৩০ মিনিট হলে সুন্দর করে শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিতে হবে। পেঁয়াজের রস ব্যবহারের নিয়ম হচ্ছে সপ্তাহে দুইবার ব্যবহার করা।

উপকরণ

  • ২\৩ টা পেস্ট করা পেঁয়াজ
  • পরিমান অনুযায়ী নারিকেল তেল

নিয়ম

  • পেস্ট করা পেঁয়াজ ও নারিকেল তেল মিক্সড করে চুলের গুঁড়ায় লাগাতে হবে এবং ৩০ মিনিট পর শ্যাম্পু করতে হবে।
  • সপ্তাহে ২ বার ব্যবহার করতে হবে ।

চুলে মেহেদী ও মেথি ব্যাবহারের নিয়ম

চুল লম্বা ও ঘন করার ঘরোয়া উপায় হচ্ছে চুলে মেহেদী ও মেথির ব্যবহার মেথি ব্যবহারের নিয়ম গুলু জানতে হবে গুলো জানতে।এইটি ব্যাবহরে আমাদের চুলের কোনো ক্ষতি হবে না বরং চুল লম্বা ও ঘন হবে।প্রথমে মেহেদী পাতা ও মেথি পেস্ট করে নিবো।তারপর মেহেদী পাতা ও মেথির সাথে জবা ফুল পেস্ট করবো। জবা ফুল আমাদের চুলকে সিল্কি কর। তারপর পেস্ট করা মিশ্রনের সাথে অল্প পরিমান লেবুর রস ব্যাবহার করবো।এইভাবে সপ্তাহে ১ বার ব্যাবহার করলে চুল লম্বা ও ঘন হবে।
উপকরণ
  • মেহেদী, মেথি গুঁড়া ও জবা ফুল
  • ১ টেবিল চামুস লেবুর রস

নিয়ম

  • প্রথমে মেহেদী, মেথি গুঁড়া ও জবা ফুল পেস্ট করার পর ১ টেবিল চামস লেবুর রস দিয়ে মিক্সড করে নিবো তারপর চুলে লাগাবো।
  • সপ্তাহে ২ বার ব্যবহার করার চেষ্টা করব

চুলের যত্নে ডিম ব্যবহারের নিয়ম

আমাদের চুলের সৌন্দর্য ধরে রাখতে হলে চুল লম্বা ও ঘন করার ঘরোয়া উপায় গুলো জানতে হবে এবং চুলের যত্ন নিতে হবে। আমাদের চুল অনেক সময় তেলতেলে হয়ে যায় যা আমাদের চুলের জন্য অনেক ক্ষতিকর। যার ফলে আমাদের চুল ঝরে পরে ঘন দেখাইনা।এজন্য আমাদের চুলে ডিমের সাদা অংশ ব্যবহার করতে হবে । চুল লম্বা করার কিছু উপায় হচ্ছে চুলের যত্নে ডিম ব্যবহারের নিয়ম জানতে হবে।

উপকরণ

  • ১\২ টি ডিমের সাদা অংশ।
  • মেথি অথবা মেহেদী বাটা
  • ১ টেবিল লেবুর রস
  • টক দই

নিয়ম

  • ডিমের কুসুম থেকে সাদা অংশ নিয়ে তার সাথে মেথি অথবা মেহেদী গুঁড়া এবং তার সাথে টকদই ও লেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
  • তারপর এই মিশ্রণ ভালো ভাবে চুলের গুঁড়ায় লাগাতে হবে এবং ৩০ মিনিট পর শ্যাম্পু করতে হবে।
  • সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যাবহার করবেন।

চুলের যত্নে অ্যালোভেরা ও মধু ব্যাবহারের নিয়ম

চুল লম্বা ও ঘন করার ঘরোয়া উপায় গুলো হচ্ছে চুলের যত্নে অ্যালোভেরা ও মধু ব্যবহারে নিয়ম সম্পর্কে জানতে হবে।অ্যালোভেরা আমাদের চুলকে ঘন লম্বা ও সিল্কি হতে সাহায্য করে।অ্যালোভেরাতে রয়েছে অনেক প্রোটিন ও মিনারেল যা আমাদের চুলের পোস্টি বৃদ্ধি করে এবং চুলকে ঘন ও লম্বা করে ।তবে জানা যাক অ্যালোভেরা ব্যবহারের কিছু উপকরণ ও নিয়ম।

উপকরণ

  • অ্যালোভেরা
  • ক্যাস্টর অয়েল
  • মেথি গুঁড়া

নিয়ম

  • অ্যালোভেরা জেলের সাথে ক্যাস্টর অয়েল ও মেথি গুঁড়া মিক্সড করে চুলের গুঁড়া য় ম্যাসাজ করতে হবে। রাতে ম্যাসাজ করে সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • সপ্তাহে ২ দিন ম্যাসাজ করার চেষ্টা করবো

পরিশেষ

চুল লম্বা ও ঘন করার ঘরোয়া উপায় হচ্ছে নিয়মিত চুলের যত্ন নিতে হবে । চুল লম্বা করার কিছু উপায় হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করে চুলে ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে আপনারা এই আর্টিকেলটি পড়ে বুঝতে পারছেন। তাহলে এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে নিয়মিত চুলের যত্ন নেওয়ার চেষ্টা করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪