প্রিয় পাঠক আপনারা অনেকেই জানতে চান হাতের লেখা সুন্দর করার উপায় এবং হাতের লেখা সুন্দর করার কৌশল গুলো পাশাপাশি হাতের লেখা সোজা রাখার উপায়? এই আর্টিকেলটি ভালোভাবে পরলে আপনারা হাতের লেখা সুন্দর করার উপায় গুলো জানতে পারবেন।
আশা করা যায় আপনারা এই আর্টিকেলের মাধ্যমে যে কৌশল গুলো জানতে পারবেন এবং তা ঠিকমতো অনুশীলন করলে আপনারা খুব সহজেই আপনাদের হাতের লেখা সুন্দর ও সোজা করতে পারবেন|
ভূমিকা:
হাতের লেখা হচ্ছে একটি আর্ট| আপনি কোন কিছু আর্ট করতে গেলে যেমন চর্চা করেন তেমনি হাতের লেখা সুন্দর করার জন্য আপনাকে নিয়মিত চর্চা এবং পরিশ্রম করতে হবে| একদিনে হয়তো আপনার হাতের লেখা সুন্দর হয়ে যাবে না আপনি যদি কিছু কৌশল অবলম্বন করে লেখালেখি করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার হাতের লেখা সুন্দর হয়ে গেছে এবং সোজা হয়ে গেছে| ধৈর্য পরিশ্রম ও চেষ্টা এবংহাতের লেখা সুন্দর করার কৌশল গুলো জানতে হবে|
আমাদের দৈনন্দিন নানা ধরনের কাজে লেখালেখি করতে হয়। বিশেষ করে স্কুল, কলেজ, অফিসিয়াল কাজ, ডাক্তারি পেশা, ব্যাংকের চেক এ সই প্রদান এসব কাজে আমাদের লেখালেখির প্রয়োজন হয় ।খাতায় লেখা ভালো হলে শিক্ষকরা ভালো নাম্বার দেয়। ভালো লেখার জন্য শিক্ষকরা অতিরিক্ত নাম্বার দেয় না কিন্তু লেখা ভালো পরিষ্কার ও সোজা হলে সেই লেখার উপর নির্ভর করে অনেক সময় শিক্ষকরা নাম্বার দেয় যার ফলে রেজাল্ট ভালো হয়।
এছাড়াও অফিসার কাজে লেখা ভালো হলে অন্যরা ও সে লেখা বুঝতে পারে। এজন্য আমাদের হাতের লেখা সুন্দর করার উপায় জানতে হবে।
হাতের লেখা সুন্দর করার উপায় সমূহ
একটা নির্দিষ্ট সময়ের পর হাতের লেখা সুন্দর করা একটু কষ্টসাধ্য কিন্তু চেষ্টা করলে এবং কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনারা আপনাদের হাতের লেখার কিছু টা হলেও উন্নতি করতে পারবেন। তাহলে আসুন জেনে নিন। হাতের লেখা সুন্দর করার উপায় সমূহ।
নিয়মিত লেখালেখি করুন
হাতের লেখা সুন্দর করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিয়মিত লেখালেখি করা। আপনার লেখা যেমনই হোক না কেন আপনি যদি প্রতিদিন হাতের লেখার চর্চা করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার হাতের লেখা পরিবর্তন হচ্ছে। বইয়ের লেখা বা অন্যান্য লেখা দেখে সেই অনুসারে আপনাকে নিয়মিত লেখা প্র্যাকটিস করতে হবে।
প্রথমে হয়তো মনে হবে আপনার যে আপনার লেখার কোন পরিবর্তন হচ্ছে না কিন্তু পরে বুঝতে পারবেন যে আসলেই আপনার লেখা নিয়মিত লেখার জন্য কতটা পরিবর্তন হয়েছে। তাহলে আজ থেকে নিয়মিত লেখালেখি করুন । হাতের লেখা সুন্দর করার উপায় গুলোর মধ্যে প্রধান উপায় হচ্ছে নিয়মিত লেখালেখি করা।
সঠিকভাবে অক্ষর ও মাত্রার ব্যবহার
হাতের লেখা সুন্দর করার উপায় হচ্ছে আপনাকে বর্ণ বা অক্ষর এবং মাত্রা এগুলোর উপর খেয়াল রাখতে হবে। লেখার সময় দেখতে হবে যে অক্ষরগুলো যেন খুব বেশি বড় আবার খুব বেশি ছোট না হয় এবং মাত্রাগুলো সঠিকভাবে দিতে হবে এজন্য বিভিন্ন বই দেখে দেখে লিখতে হবে |লেখার মধ্যে খুব বেশি যেন ফাঁকা না থাকে এবং খুব বেশি যেন ঘন না হয় আবার এক বর্ণের সাথে অন্য বর্ণ যেন লেগে না যায় সে দিকেও খেয়াল রাখতে হবে।
আপনাদের লেখার সময় কোন লেখা বড় আবার কোন লেখা ছোট হয়ে যায় এটা করা যাবে না প্রত্যেকটি লেখা সমান হতে হবে তাহলে লেখাগুলো দেখতে ভালো লাগবে। এছাড়াও লেখার লাইনগুলো সোজা হচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে।এইভাবে সঠিকভাবে অক্ষর ও মাত্রার ব্যবহার করতে হবে হাতের লেখা সুন্দর করার উপায় জানতে হবে|
আরও পড়ুন তাহাজ্জুদ নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া
লাইন টানা খাতার ব্যবহার
আপনার হাতের লেখা সুন্দর এবং সোজা করার জন্য আপনাকে লাইন টানা খাতার ব্যবহার করতে হবে| আপনার যার লেখা পছন্দ তার কাছ থেকে কয়েকটা অক্ষর লিখে নিয়ে সেরকম করে বারবার প্র্যাকটিস করতে থাকবেন| লাইন টানা খাতায় লিখলে লেখাগুলো সমান এবং সোজা দেখায় এবং আস্তে আস্তে আপনার হাতের লেখা সোজা হয়ে যাবে এজন্য লাইন টানা খাতায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন|
আপনি যদি প্রতিদিন এভাবে লেখা প্র্যাকটিস করেন দেখবেন আপনার লেখা কিছুটা হলেও পরিবর্তন এসেছে| লেখা সুন্দর করার জন্য কোন মেধার প্রয়োজন হয় না আপনার ধৈর্য পরিশ্রম এবং আগ্রহ ও নিয়মিত প্র্যাকটিস করলে লেখা সুন্দর হবে সেটা বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রে|হাতের লেখা সুন্দর করার উপায় গুলোর মধ্য লাইন টানা খাতা ব্যবহার করা অনেক কার্যকর।
কলমের সঠিক ব্যবহার
হাতের লেখা সুন্দর করার উপায় হচ্ছে কলমের সঠিক ব্যবহার| কলম আপনি যেভাবে ধরেন না কেন কলমের উপর বেশি জোর দেওয়া যাবে না যার ফলে হাত ব্যাথা হয়ে যাবে| এজন্য কলম কে জোরে ধরার যাবে না এবং বেশি ভারী ওজনের কলম ব্যবহার করা যাবে না| নরমাল কলম ব্যবহার করতে হবে তাহলে দ্রুত এবং ভালো হবে লেখা যাবে| জেল পেন বা রঙিন কলম দিয়ে না লিখে নরমাল ৫ টাকা দামের কলম দিয়ে লেখার চেষ্টা করবেন|এই জন্য কলমের সঠিক ব্যবহার করতে হবে।
তুলনামূলক ধীরগতি অবলম্বন করুন
হাতের লেখা সুন্দর করার উপায় হচ্ছে তুলনামূলক ধীরগতি অবলম্বন করা।আমরা অনেকেই কোন লেখা শুরু করলে মনে করি কখন শেষ হবে এবং খুব দ্রুত লিখে শেষ করার চেষ্টা করি যার ফলে আমাদের লেখা অনেকটা খারাপ দেখায়| এজন্য আমাদের তুলনামূলক একটু ধীরগতি অবলম্বন করতে হবে যেন আমাদের লেখাটা স্পষ্ট এবং সুন্দর দেখায| এজন্য সময়কে গুরুত্ব দিয়ে কিছুটা ধীর গতি অবলম্বন করুনএই |
হাতের লেখা সোজা করার উপায়
হাতের লেখা সোজা করার উপায় হচ্ছে আপনাকে দাগ টানা খাতায় লিখতে হবে এবং দাগ টানা খাতা না থাকলে সাদা খাতায় মার্জিন দিয়ে টেনে টেনে লিখতে পারেন| দাগ টানা খাতা বা মার্জিন দিয়ে নিয়মিত লিখলে আপনার লেখাগুলো সোজা হবে| এরপর যখন আপনি এমনি খাতায় লিখতে যাবেন তখনও লেখাগুলো দাগ টানা খাতায় যেভাবে লিখেছেন সেভাবে আস্তে আস্তে হয়ে যাবে| এভাবে করলে খুব দ্রুত আপনার হাতের লেখা সোজা হয়ে যাবে|
হাতের লেখা সুন্দর করার কৌশল
পরীক্ষার হলে নির্ধারিত সময়ের মধ্য পরীক্ষা শেষ করতে হবে এইজন্য খুব দ্রুত লেখা শেষ করতে হয়| আরে দ্রুত লেখার ফলে লেখা খারাপ দেখায়| এজন্য কিছু নিয়ম মেনে দ্রুত লিখলেও হাতের লেখা সুন্দর দেখাবে। তাহলে এখন হাতের লেখা সুন্দর করার কৌশল গুলো জেনে নিন।
পরীক্ষার খাতায় লেখার সময় খুব বেশি ঘন ঘন লেখা যাবে না| লেখার মাঝে একটু করে লেখার মধ্যও স্পেস রাখুন যেন লেখাটা সুন্দরও স্পষ্ট দেখায় এবং স্যার দেরও বুঝতে সুবিধা হয়।| এছাড়াও লেখা খুব বেশি বড় এবং ছোট করা যাবে না লেখার ধরন ঠিক রাখতে হবে|
আপনারা যখন পয়েন্ট বা লিস্ট আকারে লিখবেন তখন স্যারদের চোখে পড়বে আপনি কি কি পয়েন্ট দিয়েছেন| কারণ স্যাররা আপনি ভিতরে কি লিখেছেন সেটা কেমন খেয়াল করে না কিন্তু আপনি কি পয়েন্ট দিয়েছেন সেই পয়েন্টের উপর বেশি ফোকাস করে এজন্য আপনাকে পয়েন্ট বা লিস্ট আকারে সুন্দর করে লিখতে হবে|
অনেক সময় লিখতে লিখতে ভুল হয়ে যায় সেই লেখাটা কেটে ঠিক না করে যেখানে ভুল গেছে সেটা পুরোটাই একটা নে কেটে দিবেন| আর ওই ভুল জায়গাটা কেটে ঠিক করলে দেখতে হিজিবিজি লাগে এজন্য এক টানে ভুল কাটুন এবং সঠিকটি ভালোভাবে লিখতে হবে| এভাবে হাতের লেখা সুন্দর করার কৌশল গুলো অনুশীলন করতে হবে|
পরিশেষ:
হাতের লেখা একটি গুন| আপনি চাইলে এই গুণের অধিকারী হতে পারবেন নিয়মিত হাতের লেখা প্র্যাকটিস করে| ধৈর্য, পরিশ্রম, আগ্রহ এবং হাতের লেখা সুন্দর করার কৌশল অবলম্বন করলে আপনারা খুব দ্রুত আপনাদের হাতের লেখা সুন্দর করতে পারবেন| তাই খুব সহজে কৌশলগুলো অবলম্বন করে হাতের লেখা সুন্দর ও সোজা করুন|
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url