ইংরেজিতে অনর্গল কথা বলার সহজ উপায়।
প্রিয় পাঠক আপনি কি ইংরেজিতে অনর্গল কথা বলার সহজ উপায় খুঁজছেন? ইংরেজিতে অনর্গল কথা বলার সহজ উপায় হচ্ছে নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করা এবং কিছু নিয়ম অনুসরণ করা| এ আর্টিকেলে আপনারা নিয়মিত যে ইংলিশ গুলো প্র্যাকটিস করবেন সেগুলো কিভাবে করবেন তা বিস্তারিত জেনে নিন|
ইংরেজিতে ছোট ছোট বাক্যের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এছাড়াও নিয়মিত কি কি ইংলিশ ব্যবহার করে ইংরেজিতে কথা বলার জন্য সেরা বই গুলো সম্পর্কে জানতে পারবেন এই আর্টিকেলের মাধ্যমে|
ভূমিকা
বর্তমান সময়ে চাকরি , পড়াশোনা সব কিছুতেই ইংরেজির প্রয়োজন| বড় বড় কোম্পানিতে জব করতে গেলেও ইংরেজি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে ভালোভাবে ইংরেজিতে কথা বলতে জানতে হবে| ইংরেজিতে অনর্গল কথা বলার সহজ উপায় হচ্ছে ইংরেজি শব্দগুলো নিয়মিত চর্চা করতে হবে| চলুন তাহলে জেনে নেই আপনারা নিয়মিত কি ধরনের ইংরেজি শব্দ চর্চা করবেন।
ইংরেজি ছোট ছোট কিছু বাক্য
ইংরেজিতে অনর্গল কথা বলার সহজ উপায় হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করা | আজকে আমরা জানবো ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজির ছোট ছোট কিছু বাক্য চলুন তাহলে জেনে নিন|- ঠিক বলেছেন [ You are right ]
- খোলাখুলি ভাবে বলতে গেলে [ To be frank ]
- মানে কি [ What does it mean ]
- আমি অবাক [ I am shocked ]
- কি অদ্ভুত [ How strange]
- দেখো না [ Don't look]
- চলো যাই [ let's go ]
- প্রত্যেক সকালে [ Every morning]
- আমি যেতে চাই [ I wanna go ]
- তবে তাই হোক [ So be it ]
- পড়ার সময় হয়েছে [ It's time to study ]
- তোমার খবর কি [ What about you ]
- আহ একটু বুঝতে চেষ্টা করো [ oh ! come on ]
- একটুও না [ Not a bit ]
- এটা সত্যি চমৎকার [ That's fantastic]
- আসল কথা বল [ Come to the point ]
- ঠিক বলেছেন [ you are right ]
- এটা করা ঠিক না [ It is bad to do ]
- এটা হয়ে গেছে [ It's done ]
- খারাপ না [ Not bad ][
- কি মিষ্টি [ How sweet ]
- কিন্তু কেন [ But why]
- কেন করতে হবে [ Why should i do this ]
- বলার দরকার নাই [ No need to tell ][
- কিভাবে পাবো [ How do i get this ]
- হাল ছেড়ো না [ Never give up ]
- ঘাবড়াবে না [ Don't get nervous ]
- শক্ত হও [ Stay strong ]
- সংকোচ করবে না [ Don't hesitate ]
- আমি একজন শিক্ষক হব [ I will be a teacher ]
- তুমি কি লেখো [ Do you write ]
- এটা করা যেতে পারে [ It can be done ]
- অবশেষে একটু বিশ্রাম পেলাম [ Fainally i can take rest ]
এই বাক্যগুলো আপনার নিয়মিত বাসায় প্র্যাকটিস করলে সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন| তাহলে জেনে নিলেন ইংরেজিতে কথা বলার সহজ উপায় গুলো|
আরও পড়ুন ঃ তাহাজ্জুদ নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া
ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ
ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ অনেক রয়েছে যেগুলো আমরা নিয়মিত ব্যবহার করে কথা বলতে পারি| তাহলে জেনে নেই ইংরেজিতে অনর্গল কথা বলার সহজ উপায় গুলু|
- তোমার সমস্যা কি [ What's your problem ]
- অবশ্যই আবার আসবেন [ Do come again ]
- তাকে গালি দিও না [ Don't abuse him]
- কি খবর [ Whats up]
- কি এক ঝামেলা [ What a mess ]
- নিচে দেখুন [ see below]
- কি বললে [come again ]
- জোরে বলুন [ Speak up]
- কত গভীর [ How deep]
- কিছুই হয়নি [ Nothing happened]
- তাহলে আবার কি [ Then what ]
- আপনি কি ডেকেছিলেন [ Did you call ]
- তাকে জিজ্ঞাসা করুন [ Ask her]
- অনুগ্রহ করে শুনবেন [ Attention please]
- আমিও সেটা ধারণা করেছি [ I suppose so]
- তোমার কথা রেখো [Keep your world]
- চলো এক্ষুনি পালাই [ Let's run away]
- কোন কিছুই অসম্ভব নয় [ Nothing is impossible ]
- কেউ আসেনি [ Nobody came ]
- আমার দুটি পছন্দ [ I like both ]
- আমাকে মাফ করে দাও [ please forgive me ]
- কিছু তো বলো [ Say something ]
- আমাকে বিশ্বাস করো [ Trust me ]
- আমি অপেক্ষা করতে পারবো না [ I can't wait ]
- আমাকে দেখতে দাও [ let me see ]
- বেশ আর একটু [ Just a little more ]
- তুমি কি আমার সঙ্গে যাচ্ছো [Are you coming with me ]
- এটা কি সত্য [ Is it true]
- তাই নাকি [ Is it so ]
- আমি জবাব চাই [ I need an answer ]
- কার কি এসে যায় [ Who cares ]
- সকালের নাস্তা খেয়ে নাও [ Take your breakfast ]
- তোমার স্কুল ড্রেস পড়ে নাও [ Put on your unifrom]
- স্কুলে যাও [ Go to school ]
সকাল থেকে রাত পর্যন্ত কথা বলার ইংরেজি
ইংরেজিতে অনর্গল কথা বলার সহজ উপায় হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করা। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে ইংরেজিতে কথা বলবেন তা জেনে নিন|- ঘুম থেকে ওঠো [ Wake up ]
- দাঁত ব্রাশ কর [ Brush your teeth ]
- মুখ ধুয়ে নাও [ Wash your face]
- গোসল করে নাও [ Take a shower ]
- সকালের নাস্তা খেয়ে নাও [ Take your breakfast ]
- তোমার স্কুল ড্রেস পড়ে নাও [ Put on your unifrom]
- স্কুলে যাও [ Go to school ]
- তোমার স্কুল ড্রেস খোলো [ Take off your unifrom ]
- দুপুরের খাবারের জন্য হাত মুখ ধুয়ে নাও [ Wash up for lunch ]
- দুপুরে খাবার খেয়ে নাও [ Take your lunch ]
- একটু ঘুমিয়ে নাও [ Take a nap ]
- আমি খেলছি এবং টিভি দেখছি [ I'm playing and watching tv]
- এখন পড়ার সময় [ Time to study ]
- তোমার বাড়ির কাজ শেষ করো [ Finish your homework ]
- তোমার সন্ধ্যার নাস্তা [ Here's your evening snacks]
- রাতের খাবার দেওয়া হয়েছে [ Diner is served ]
- রাতের খাবার খেয়ে নাও [ Take your dinner ]
- অনেক দেরি হয়ে গেছে ঘুমাতে যাও [ It's too late ,go to bed ]
- ঘুমিয়ে পড়ো [Fall asleep]
- শুভ রাত্রি [ Good night]
আরও পড়ুন ঃঘরে বসে আয় করার ১০টি উপায়
শিখে নাও ইংরেজিতে শাক সবজির নাম
ইংরেজিতে অনর্গল কথা বলার সহজ উপায় হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করা| তাহলে আজকে আপনারা জানবেন ইংরেজিতে শাক সবজির নাম চলুন তাহলে জেনে নিন|
ইংরেজিতে শাক সবজির নাম
- আলু [ Potato ]
- পেঁয়াজ [ Onion]
- টমেটো [ Tomato ]
- ব্রকলি [ Broccoli]
- বেগুন [ Brinjal ]
- মাশরুম [ Mushroom ]
- মিষ্টি আলো [ Sweet potato ]
- শসা [ Cucumber ] [ কিউ কাম্বার]
- কাঁচামরিচ [ Green chilli ] [ গ্রিন চিলি]
- সজনে [ Drum Stick ] [ ড্রাম স্টিক]
- বরবটি [ Asparagusbean ] [ এসপারা গাস বিন]
- মিষ্টি কুমড়া [ Pumpkin ] [ পামকিন]
- ঢেঁড়স [ Ladies Finger ]
- বাঁধাকপি [ Cabbage ]
- চাল কুমড়া [ Winter melon ]
- কাঁচা কলা [ Green Banana ]
- ডুমুর [ Fig ]
- শিমলা মরিচ [ Capsicum] [ ক্যাপসিকাম]
- ফুলকপি [ Cauliflower ] [ কলিফ্লাওয়ার]
- লাউ [ Bottle gourd]
- পটল [ Pointed gourd]
- কাঁচা পেঁপে [ Green Papaya ]
- কাকরোল [ sweet Bitter Gourd]
- মুলা [ Radish ]
ইংরেজিতে কথা বলার জন্য সেরা বই
ইংরেজিতে অনর্গল কথা বলার সহজ উপায় হচ্ছে নিয়মিত ইংলিশে কথা বলার চেষ্টা করা এবং পাশাপাশি ইংরেজিতে কথা বলার জন্য সেরা বইগুলো সংগ্রহ করে নিয়মিত করতে হবে| একটা ভালো বই এবং আপনার চেষ্টায় আপনি তাড়াতাড়ি ইংলিশে অন্য বলে কথা বলতে পারবেন| চলুন তাহলে বইগুলোর নাম জেনে নিন|পাসপোর্ট টু গ্রামার [ passpoort to গ্রামার ]
যার শুরু থেকে বা বেসিক থেকে শুরু করতে চায় তাদের জন্য এই বইটি অনেক ভালো হবে| এই বইটি শুরু থেকে পড়লে বেসিক সম্পর্কে ধারণা আসবে এবং বুঝতে পারবে কিছুটা হলেও যে কিভাবে ইংরেজিতে কথা বলা যায়|
Essential Grammar In use
পাসপোর্ট টু গ্রামার এই বইটির সাথে Essential Grammar in use এই বইটি পড়তে হবে| এটি বিদেশে একটি রাইটারের লেখা বই। সারা বাংলাদেশে এ বইটি অনেক বিখ্যাত|
Need
এই বইটি অনেক ভালো এই বইটি পড়লে ইংরেজি সম্পর্কে জানা যায় এবং পাশাপাশি চাকরির পড়াও হয়ে যায়| এছাড়াও এসএসসি , এইচএসসি সবার জন্য এই বইটি প্রয়োজন হয়|
A passage to the English language
এই বইটি খুব দুর্দান্ত একটি বই| এই বই থেকে আপনারা গ্রামারের টফিক খুঁজে খুঁজে বের করে নিয়মিত করতে পারবেন| যেমন Voice , Narration , Preposition, Tense এগুলো সম্পর্কে এভাবে ভালোভাবে বর্ণনা করা আছে| আপনি যখন একটা বই শেষ করবেন তখন বাকি বইগুলো শেষ করতে আপনার বেশি সময় লাগবে না| ইংরেজিতে অনর্গল কথা বলার সহজ উপায় হচ্ছে এবং এগুলো চর্চা করা|
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url