মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করে আয় করার উপায় জেনে নিন
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনি কি মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করে আয় করার উপায় জানতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য ডাটা এন্ট্রি কি, মোবাইল দিয়ে কিভাবে ডাটা এন্ট্রির কাজ করবেন, আয় করার উপায়, ডাটা এন্ট্রি কাজের পেমেন্ট এসব কিছু সমাধান এই আর্টিকেলের মধ্যেও রয়েছে।ডাটা এন্ট্রি করে আয় করার উপায় অনেক রয়েছে। ডাটা এন্ট্রি কাজের ওয়েবসাইট, এন্ট্রি কাজের যোগ্যতা এবং কপি পেস্ট করে ডাটা এন্ট্রি কাজ, ইমেইল মার্কেটিং করে ডাটা এন্ট্রির কাজ ইত্যাদি সম্পর্কে আর্টিকেল এর মধ্য বিস্তারিত জানতে পারবেন।
ভূমিকা:ডাটা এন্ট্রি করে আয় করার উপায়
অনলাইন এ ইনকাম করার যে উপায় গুলু রয়েছে তার মধ্য সহজ উপায় হচ্ছে ডাটা এন্ট্রি করে আয় করার উপায়।অফলাইন অনলাইন দুই ভাবে ডাটা এন্ট্রির কাজ করা যায়। এই আর্টিকেলে আমরা বিস্তারিত ভাবে জানব যে মোবাইল ফোন দিয়ে কিভাবে ডাটা এন্ট্রির কাজ করে ইনকাম করবেন এবং ডাটা এন্ট্রি কাজ করার ওয়েবসাইট গুলো ।
ডাটা এন্ট্রি কি
অনলাইন জগতের সবচেয়ে পরিচিতি শব্দ হল ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি মানে হল ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করে টা পিসি বা ল্যাপটপ এ সংরক্ষন করে রাখা যায়। এই কাজ গুলু এমাএস ওয়ার্ড বা এক্সেল এর মাধ্যমে করা যায়। তাহলে ডাটা এন্ট্রির কাজ হল পিসির মাধ্যমে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় ইনপুট দেওয়া। এই কাজের জন্য টাইপিং ও বেসিক ইংরেজি জানলেই হবে। টাইপিং যত ভাল হবে তত এই কাজে সফলতা অর্জন করতে পারবেন ।
ডাটা এন্ট্রি কাজ করার যোগ্যতা
মার্কেটপ্লেস এ অনেক রকম ডাটা এন্ট্রির কাজ রয়েছে। ডাটা এন্ট্রি করে আয় করার অনেক উপায় রয়েছে।ডাটা এন্ট্রির কাজের জন্য তেমন কোন যোগ্যতার প্রয়োজন নেই তবে বেসিক ইংরেজি জানতে হবে ক্রেতাদের ভাষা বুজতে পারার জন্য। যখন আমাদের সাথে ক্রেতা কথা বলবে তখন ইংরেজি তে বলবে এবং আমাদের ক্রেতার ভাষা বুজতে হবে।তবে ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই ।
আপনারা ইউটিউব এ সার্চ করে বায়ারের কথা বুজার মত ইংরেজি শিকতে পারবেন কিছু দিনের মধ্য যদি আপনারা চেষ্টা করেন ।মার্কেটপ্লেস গুলুতে বেশির ভাগ বায়ার বিদেশি হয়ে থাকে এজন্য তাদের ভাষা বোজার মত ও কথা বলার মত ইংরেজি জানতে হবে তার পাশাপাশি টাইপিং শিকতে হবে যেন আপনারা ইংরেজি ও বাংলায় দ্রুত টাইপিং করতে পারেন । ইউটিউব এ ভিডিও দেখে কিছু দিনের মধ্য আপনারা আই সব বিষয়ে দক্ষ হয়ে যাবেন।
মোবাইল দিয়ে কিভাবে ডাটা এন্ট্রির কাজ করবেন
মার্কেটপ্লেস এ কাজ করার জন্য ল্যাপটপ প্রয়োজন তবে আপনার কাছে ল্যাপটপ না থাকলে আপনি মোবাইল ফোন দিয়ে অনেক ওয়েবসাইট এ কাজ করতে পারবেন। তাহলে মোবাইল ফোন দিয়েও ডাটা এন্ট্রি করা সম্ভব। এখন আমরা জানবো মোবাইল ফোন দিয়ে কিভাবে ডাটা ্ এন্ট্রির কাজ করবেন।
কপি পেস্ট করে ডাটা এন্ট্রির কাজ
ডাটা এন্ট্রি করে আয় করার উপায় হচ্ছে কপি পেস্ট এর কাজ। মোবাইল ফোন দিয়ে কপি পেস্টের কাজ করতে পারবেন।কপি পেস্টের জন্য তেমন কোন যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন হয়না। কপি পেস্ট হচ্ছে ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য কপি করে একটি ফাইল এ পেস্ট করতে হবে। সহজ কথায় একটি নির্দিষ্ট ফাইল থেকে তথ্য কপি করে ক্রেতা কে প্রদান করতে হবে।
কপি পেস্টের কাজ খুব সহজেই পাওয়া যায়। সুধুমাত্র বায়ার কে অনুসরন করতে হবে বায়ার তার পরিকল্পনা করে কাজ দিবে সেই কাজ সম্পূর্ণ করতে হবে। তাহলে জানতে পারলেন কিভাবে কপি পেস্ট করে ডাটা এন্ট্রি কাজ করবেন।
ইমেইল মার্কেটিং করে ডাটা এন্ট্রির কাজ
ডাটা এন্ট্রি করে আয় করার উপায় হচ্ছে ইমেল মার্কেটিং এর কাজ ।কম পরিশ্রম ও অল্প সময়ে মোবাইল দিয়ে ইমেইল মার্কেটিং এর কাজ করা যায়। ডাটা এন্ট্রি কাজের মধ্য সহজ কাজ হচ্ছে ইমেইল মার্কেটিং।বায়ার আপনাকে একটি লেখা বা ফাইল দিবে এবং কিছু ইমেইল অ্যাড্রেস দিবে। তারপর অ্যাড্রেসগুলু তে বায়ার যে লেখা দিয়েছে অই গুলু ইমেইল করে পাটাতে হবে।
এজন্য আপনাদের জানতে হবে ইমেইল কিভাবে করে এবং একসাথে ৩০\৪০ টা ইমেইল কিভাবে পাটাতে হয় । এইসব কাজ ভালোভাবে শিখলে ডাটা এন্ট্রি কাজ করার ওয়েবসাইট অনেক রয়েছে।
এম -এস ওয়ার্ড এক্সেল এর কাজ
ডাটা এন্ট্রি করে আয় করার উপায় হচ্ছ এম -এস ওয়ার্ড এক্সেল এর কাজ ।এম-এস-ওয়ার্ড এক্সেল এর কাজ আবেদন পত্র,দরখাস্ত টাইপিং ও দলিল টাইপ করা যায়,স্কুল কলেজ এর প্রস্ন পত্র টাইপ ও প্রিন্ট করা যায়। তাহলে এম -এস ওয়ার্ড এর কাজ লেখালেখি করা আর এই গুলুর জন্য যে চার্ট করতে হয় তা এক্সেল এর মাদ্ধমে। আর এই কাজ গুলু আপনারা মোবাইল ফোন থেকে করতে পারবেন।
ট্রান্সলেশন করে ডাটা এন্ট্রির কাজ
ট্রান্সলেশন করে ডাটা এন্ট্রির অনেক কাজ রয়েছে। বায়ারের চাহিদা অনুযায়ী কোন পত্রিকা বই বা ফাইল এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে হবে।এই কাজ গুলু আপনারা মোবাইল ফোন থেকে খুব সহজেই করতে পারবেন তবে আপনাদের ইংরেজি বিষয়ে দক্ষ হতে হবে।
ডাটা এন্ট্রির কাজের পেমেন্ট
আপনি ডাটা এন্ট্রির কি ধরনের কাজ করতেছেন তার উপর ভিত্তি করে আপনি পেমেন্ট পাবেন।।
মনে করেন আপনি কপি পেস্টের কাজ পেমেন্টকরেন এক জায়গার তথ্য অন্য জায়গায় কপি করে পেস্ট করেন। তাহলে আপনি অল্প পরিমান পেমেন্ট পাবেন। ডাটা এন্ট্রির আর ও কিছু কাজ রয়েছে যে গুলু করে আপনি মাসে ১০\২০ ডলার ইনকাম করতে পারবেন । ডাটা এন্ট্রি করে আয় করার উপায় অনেক রয়েছে।
ডাটা এন্ট্রি কাজ করার ওয়েবসাইট
আমরা জানলাম যে মোবাইল দিয়ে ডাটা এন্ট্রির কাজ কিভাবে করবো এবং কোন কোন কাজ গুলু মোবাইল দিয়ে করা সম্ভব। এখন আমরা জানবো মোবাইল দিয়ে খুব সহজে ডাটা এন্ট্রির কাজ করতে পারব কোন কোন ওয়েবসাইট থেকে। তাহলে এখন জেনে নেই ওয়েবসাইট গুলুর নাম। ডাটা এন্ট্রি করে আয় করার উপায় হচ্ছে এই ওয়েবসাইটগুলোতে কাজ করা।
আপওয়ার্ক
আপওয়ার্ক সবচেয়ে বড় অনলাইন ডাটা এন্ট্রি । জব সাইট গুলুর মধ্য অন্যতম হচ্ছে আপওয়ার্ক। প্রথমে আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে হবে এই অ্যাকাউন্ট ফ্রী তে খুলতে পারব।নাম ও ইমেইল অ্যাড্রেস দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারব। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর আপ ওয়ার্ক এ কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি যে কাজে পারদর্শী ।
ফাইভার
ফাইভার হচ্ছে জনপ্রিয় অনলাইন প্লাটফরম ।ফাইভার থেকে অনেক ডাটা এন্ট্রির জব পাওয়া যাই।ফাইভার এ কাজ করতে চাইলে একটি সেলার অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে যে কাজ করার জন্য যোগ্যতা ও দক্ষতা রয়েছে তার বর্ণনা দিয়ে রাখতে হবে। অ্যাকাউন্ট দেখে পছন্দ হলে বায়ার রা তাদের কাজের জন্য বেছে নেন এবং আমাদের নিয়মিত অ্যাকাউন্ট আপডেট দিতে হবে।
পিপল পার আওয়ার
ডাটা এন্ট্রি করে আয় করার উপায় হচ্ছে পিপল পার আওয়ার।পিপল পার আওয়ার যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন প্লাটফরম। যে কেও আয় করতে পারবে এই প্লাটফরম এ একটি মাত্র অ্যাকাউন্ট খুলে। পিপল পার আওয়ার থেকে ডাটা এন্ট্রি করে আয় করা সম্ভব। প্রতিযোগিতা কম থাকাই এখান থেকে জব পাওয়া সহজ হয়।
পরিশেষে:
মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করে আয় করার উপায় অনেক রয়েছে। টাইপিং ও ইংরেজির বেসিক কিছু জানলে বায়ারের কথা বোজতে ও উত্তর দিতে পারলেই আপনারা ডাটা এন্ট্রির কাজ করে ইনকাম করতে পারবেন।চেষ্টা করলেই আপনারা অল্প কিছু দিনের মধ্য টাইপিং ও বেসিক ইংরেজি শিকত পারবেন । যার ফলে আপনারা মাসে ১০\২০ ডলার ইনকাম করতে পারবেন ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url