ওয়েবসাইট কি?কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনারা আজকে এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন ওয়েবসাইট কি এবং কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে, ওয়েবসাইট তৈরি করার সহজ উপায় গুলো জেনে নিন|

কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়আশা করা যায় আপনারা ওয়েবসাইট বিষয়ে সকল তথ্য যেমন ডোমেইন কি, কোথায় পাবে্‌ন,ডোমেইন নাম সিলেকশ, হোস্টিং এর  কাজ, থিম এর  কাজ এসব কিছুর তথ্য এই আর্টিকেলের মধ্য রয়েছে।

ভূমিকা:

বর্তমান সময়ে ওয়েবসাইটের মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের বিজনেস করতেছে ওয়েবসাইটের মাধ্যমে তারা তাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা দিয়ে থাকে এবং সে বর্ণনা দেখে মানুষের ভালো লাগলে তারা অর্ডার করে । আবার অনেকেই শুধুমাত্র ব্লক লেখার জন্য ওয়েবসাইট তৈরি করে এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করবেন এবং কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় জানতে হবে।

ওয়েবসাইট কি

ওয়েবসাইট হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত  যেখানে একের অধিক ওয়েব পেজ সংযুক্ত থাকে। ওয়েবসাইট হলো যেখানে বিভিন্ন ধরনের তথ্য সবার জন্য উন্মুক্ত থাকে। যেমন ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের মনের কথা আবেগ অনেক কিছুই শেয়ার করে থাকি এটিও কিন্তু একটি ওয়েবসাইট। তারপর অনেক মানুষ অনেক বিষয়ে জানেনা তারা গুগলের সার্চ করে সে বিষয়গুলো জানতে পারে । এজন্য আপনাদের কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় জানতে হবে।

অনেক জ্ঞানী লোকেরা আছে যারা বিভিন্ন বিষয়ে গুগলে তাদের ওয়েবসাইটে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য প্রদান করে থাকে যদি কেউ সেই বিষয়গুলো না জানে তাহলে তারা সার্চ করে সেসব বিষয় জানতে পারে। মনে করেন আপনি কোন বিষয়ে জানেন না আপনি যদি সেটা গুগলে সার্চ করেন তাহলে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনার অজানা তথ্যগুলো জানতে পারবেন।ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে এইসব আমাদেরে জানতে হবে।

ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে

ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে সেগুলো হলঃ

ডোমেইন

ডোমেইন হলো ওয়েবসাইটের নাম বা ঠিকানা| যে ঠিকানা সার্চবারে সার্চ করলে আপনার ওয়েবসাইট চলে আসবে | আপনার যদি ওয়েবসাইটের কোন ঠিকানাই না থাকে তাহলে একজন ইউজার কি করে আপনার তথ্যগুলো খুঁজে পাবে| আপনার ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম থাকবে যেটা হচ্ছে ডোমেইনের মাধ্যমে পাওয়া যাবে| এইজন্য আপনাকে একটি ডোমেইন কিনা লাগবে যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিতে পারবেন| 


আরও পড়ুনঃমোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করে আয় করার উপায় জেনে নিন

ডোমেইন কোথায় পাবেন

বর্তমানে অনলাইন জগতে বিভিন্ন সেবাদতা রয়েছে যারা ডোমাইন এবং হোস্টিংএর কাজ করে করে থাকে আপনি চাইলে তাদের কাছে টাকা দিয়ে ডোমেইন কিনে নিতে পারেন| আপনি যদি ফ্রি ওয়েবসাইট খুলতে চান তাহলে blogsport.com এর একটি সাব ডোমেইন ব্যবহার করে আপনি একটি বিনামূল্যে ওয়েবসাইট খুলতে পারবেন|

ডোমেইন নাম সিলেকশন

আপনার ওয়েবসাইটে ডোমেইন নাম নেওয়ার জন্য আপনাকে প্রথমে সার্চ করে দেখা লাগবে আপনি যে নামে ডোমাইন কিনতে চাচ্ছেন সেটা আমি কোন ডোমেইন আছে কিনা| যদি সে নামে কোন ডোমেইন থাকে তাহলে আপনি সেটা কিনতে পারবেন না এজন্য আপনাকে একটা আপনার পছন্দ অনুযায়ী একটা ডোমের নাম সিলেক্ট করতে হবে| তবে খেয়াল রাখতে হবে যেন আপনার ডোমেইন নামে| .com\. .combd\ info এগুলো থাকে|

হোস্টিং এর কাজ

ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ বিষয় হলো হোস্টিং| ওয়েবসাইটের সমস্ত কনটেন্ট বা তথ্য ইন্টারনেটের সাথে সংযুক্ত করে সংরক্ষণ করা হয় আর এটি করা হয় হোস্টিংয়ের মাধ্যমে| হোস্টিং হচ্ছে কম্পিউটারের হার্ডডিস্ক বা মেমোরি যেখানে সব রকমের তথ্য সংরক্ষণ করে রাখা হয় এবং পরবর্তীতে সেগুলো যেন পাওয়া যায়| ডোমেইন কেনার পর হোস্টিং নিতে হয় হোস্টিং নেওয়ার পর ওয়েবসাইটের কাজ করতে হবে| হোস্টিং আমাদের ওয়েবসাইটে যাবতীয় বিষয়গুলো সংরক্ষণ করে রাখে|


যেমন আমরা মোবাইল ফোনে মেমোরির মাধ্যমে আমাদের সব পিক অডিও ভিডিও সেভ করে রাখি যেন পরবর্তীতে আমরা সেসব পিক ভিডিও দেখতে পারি| তেমনি হোস্টিং ওয়েবসাইটের সকল তথ্য সংরক্ষণ করে রাখে| হোস্টিং এর কাজ হচ্ছে ওয়েবসাইটের সকল তথ্য সংরক্ষণ করে রাখা এজন্য ভালো কোন হোস্টিং কোম্পানির কাছ থেকে হোস্টিং  নেওয়া লাগবে যেন ওয়েবসাইটের সকল তথ্য সংরক্ষণ করে রাখতে পারি।

আরও পড়ুনঃডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং করে আয়ের উপায়

থিম এর কাজ

থিম হলো ওয়েবসাইটের বাইরে ডিজাইন| সিএমএস দিয়ে তৈরি সাইট বা কাস্টম সাইট সব ধরনের সাইটের ডিজাইন থাকে আর এ বাইরের ডিজাইনে হচ্ছে থিম| রেডিমেড থিমের মধ্য রয়েছে ফ্রী এবং পেইড ভার্সন আর কাস্টম থিম হচ্ছে পেইড ভার্সন| সিএমএস প্লাটফর্মে অনেক ফ্রি থিম রয়েছে যেগুলো আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন| আর কাস্টম টিম আপনাকে কোন ওয়েব ডেভেলপার দিয়ে তৈরি করে নিতে হবে|

থিম সেটআপ দেওয়ার পর ওয়েবসাইট অন্যরকম হয়ে যায় আমাদের ওয়েবসাইট টা দেখতে ভালো লাগে | থিম সেটআপ দেওয়ার পর থিমের মধ্য অনেক কাজ থাকে সেগুলো লেআ উট থেকে করতে হয়| তারপর হোয়াটসঅ্যাপ অ্যাড করা লাগে যেন আমাদের ওয়েবসাইট থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে| আশা করি কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় বিস্তারিত জানতে পারছেন।

শেষ কথা

প্রিয় পাঠক আজকের এই  জানতে পা আর্টিকেল এ জানতে পারলেন যযে ওয়েবসাইট কি এবং কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়| আশা করি আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে  একটি ওয়েবসাইট তৈরি করবেন| কিভাবে ডোমেইন নেম  সিলেক্ট করবেন এবং কিভাবে হোস্টিং কোম্পানির কাছ থেকে পোস্টিং নিবেন|


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪