চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
এখানে আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন বিষয়ে যে প্রশ্নগুলো বার বার আসে সে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সঠিক উত্তর জানতে পারবেন| চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলো সংগ্রহ করে এখানে দেওয়া রয়েছে আপনার পড়ে জেনে নিন|
বিভিন্ন চাকরির পরীক্ষায় এ প্রশ্ন গুলো বারবার এসেছে আপনারা এখান থেকে পড়লে আশা করা যায় চাকরি পরীক্ষায় কিছু না কিছু কমন পাবেন|
ভূমিকা
বিভিন্ন চাকরির পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন বার বার আসে আর সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে সংগ্রহ করে এ আর্টিকেলের মধ্যে দেওয়া রয়েছে| আপনারা এ প্রশ্ন উত্তর গুলো জেনে রাখলে আপনাদেরই উপকার হতে পারে| দেখলেন যে কোন চাকরি পরীক্ষা দিতে গেলেন এখান থেকে পাঁচটা প্রশ্ন কমন পাইলেন হতেও তো পারে এমন|
চাকরির পরীক্ষায় আশা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
চাকরির জন্য পড়ার সুনির্দিষ্ট কোন বই নেই সব ধরনের পড়া পড়তে হয় চাকরির জন্য| কিন্তু এখানে আপনারা কোন না কোন চাকরির পরীক্ষায় বারবার এ প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে আপনারা পড়ে রাখেন পরবর্তীতে কাজে দিবে|
বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে আশা প্রশ্ন ও উত্তর
বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে সে প্রশ্ন ও উত্তর গুলো সঠিকভাবে সংগ্রহ করে এখানে দেওয়া রয়েছে|
১।কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে [৩৮ তম বিসিএস ]
ক. জবাবদিহি খ.মিথস্ক্রিয়া
গ. একত্রিত ঘ.গৌরবিত
উত্তরঃএকত্রিত
২।'Null and Void "-এর বাংলা পরিভাষা কোনটি? বাঁকাশের অর্থ কি [ ৩৮ তম বিসিএস ]
ক. বাতিল খ. পালা বদল
গ। মামুলি ঘ. নিরপেক্ষ
উত্তরঃ বাতিল
৩। 'মুখ তোলা ' বাক্যাংশের অর্থ কি? [ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ২০২০]
ক. নিজের মুখ উপরে তোলা খ. অন্যের মুখ তুলে ধরা
গ.নষ্ট করা ঘ. প্রসন্ন হওয়া
উত্তরঃ প্রসন্ন হওয়া
৪। প্রত্যক্ষ উক্তি 'আগামিকাল' পরোক্ষ উক্তি কি ? [দুর্নীতি দমন কমিশনের উপ -সহকারী পরিচালক ২০২০]
ক.আগের দিন খ.পরদিন
গ.পূর্বদিন ঘ.সেদিন
উত্তরঃপরদিন
৫।' কর্ম ভোগ এড়ানো যায় না'-এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৯]
ক. পেশা খ. অনুষ্ঠান
গ. কর্তব্য ঘ. কৃতকর্ম
উত্তরঃ কৃতকর্ম
৬। মৌলিক স্বরধ্বনি কয়টি ? [ ৩৮ তম বিসিএস]
ক.৩ টি খ. ৪ টি
গ. ৫ টি ঘ. ৭ টি
উত্তরঃ ৭ টি
৭ কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' সৃষ্টি হয় [ ৩৫ তম বিসিএস]
ক. ও +ই খ.এ +ই
গ.ক+ই ঘ. অ+ই
উত্তরঃ অ+ ই
৮। কোন দুটি মূল স্বরধ্বনি নয় [প্রাক - প্রাথমিক সহকারী শিক্ষ্ক পরিক্ষা ]
ক. ঐ ,অ খ.আ, ঔ
গ.ই, ঔ ঘ. ঐ ,ঔ
উত্তরঃঐ ,ঔ
৯। পাশাপাশি দুটো স্বরধ্বনি একাক্ষর হিসাবে উচ্চারিত হলে তাকে কি বলা হয় [
ক. মৌলিক স্বরধ্বনি খ. যৌগিক স্বরধ্বনি
গ. মূলধ্বনি ঘ. সমধ্বনি
উত্তরঃ যৌগিক স্বরধ্বনি
১০।একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে ? [ সহকারি পরিচালক[ যুব উন্নয়ন অধিদপ্তর]
ক. মৌলিক স্বর খ. যৌগিক স্বর
গ. একাক্ষর স্বর ঘ. অনাবৃত স্বর
উত্তরঃ যৌগিক স্বর
১১। যৌগিক স্বরের উদাহরণ কোনটি? [ ব্যক্তিগত কর্মকর্তা [ আইন, বিচার, মন্ত্রণালয়]
ক.খাই খ .দিবস
গ.দিন ঘ. মাত্রা
উত্তরঃ খাই
১২। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বস্বর আছে ?
ক. ৫ টি খ . ৪ টি
গ. ৭ টি ঘ. ৬ টি
উত্তরঃ ৪ টি
১৩। বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে? [ সরকারি প্রকৌশলী [ এল জিআইডি ]
ক. সাতটি খ. নয়টি
গ. ছয়টি ঘ. পাঁচটি
উত্তরঃ সাতটি
১৪। উচ্চারণের সময় মুখ বিবরণ উন্মুক্ত থাকে বলে আ-কে কি ধ্বনি বলে ?[ দুর্নীতি দমন কমিশনে পরিদর্শক পরীক্ষা]
ক. স্বরধ্বনি খ. বিবৃত স্বরধ্বনি
গ. সম্মুখ স্বরধ্বনি ঘ. পশ্চাৎ স্বরধ্বনি
উত্তরঃ বিবৃত স্বরধ্বনি
১৫। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অফিসার পরীক্ষা]
ক. বর্ণ খ. স্বরবর্ণ
গ. ব্যঞ্জনবর্ণ ঘ. ধ্বনি
উত্তরঃ ধ্বনি
১৬। 'ঔ' কোন স্বরধ্বনির প্রতীক ?
ক. ওষ্ঠ স্বরধ্বনি খ. মৌলিক স্বরধ্বনি
গ. যৌগিক স্বরধ্বনি ঘ. মিলিত স্বরধ্বনি
উত্তরঃ যৌগিক স্বরধ্বনি
১৭। কোন বর্ণটিকে স্বরধ্বনি বলা চলে না ?
ক.উ খ.ঋ
গ.এ ঘ.ঔ
উত্তরঃ ঋ
১৮। অর্ধ-মাত্রার স্বরবর্ণ কয়টি ? [ সহকারী পরিচালক [ প্রধানমন্ত্রীর কার্যালয়]
ক.১০ টি খ.৮ টি
গ.৬ টি ঘ. ১ টি
উত্তরঃ ১ টি
১৯। 'হাল ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ? [ কারিগরি শিক্ষক [ শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা]
ক. সাবেক খ. বর্তমান
গ. তৎসম ঘ. উত্তম
উত্তরঃ সাবেক
২০।' হিত ' শব্দের বিপরীতার্থক শব্দ-
ক. বিহিত খ. অহিত
গ. সুহৃদ ঘ. বিপরীত
উত্তরঃ অহিত
২১। বাক্যর ক্ষুদ্রতম একক -[ ষষ্ঠ সরকারি জজ পরীক্ষা]
ক.ধ্বনি খ. বর্ণ
গ. অক্ষর ঘ. শব্দ
উত্তরঃ শব্দ
২২। বাক্যর মূল উপকরণ কি ?
ক.ধ্বনি খ
২৩। রেস্তারা কোন ভাষার শব্দ ? [ অষ্টম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা]
ক. ওলন্দাজ খ. জাপানি
গ. ফরাসি ঘ. ইংরেজি
উত্তরঃ ফরাসি
২৪।' নামায ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? [ জুনিয়র অডিটর [ অত্র মন্ত্রণালয় পরীক্ষা]
ক.আরবি খ.ফারসি
গ.তুর্কি ঘ.হিন্দি
উত্তরঃ ফারসি
২৫। কোনটি ফারসি ভাষার শব্দ ? [উপজেলা সমাজ সেবা অফিসার পরিক্ষা ]
ক.শহীদ খ. বাদশাহ
গ.আলমিরা ঘ.হরতাল
উত্তরঃবাদশাহ
২৬।বাংলা ভাষাই সবচেয়ে বেশি শব্দ এসেছে -সহকারী অফিসার[ প্রতিরক্ষা মন্ত্রণালয়]
ক. আরবি থেকে খ. হিন্দি থেকে
গ. উর্দু থেকে ঘ.ফারসি থেকে
উত্তরঃ ফারসি থেকে
২৭।'তারিখ কোন ভাষার শব্দ -?
ক.চীনা খ.ইংরেজি
গ.তুর্কি ঘ. ফারসি
উত্তরঃ ফারসি
২৮। কোন শব্দ টি ফারসি ? [ ২৬ তম বিসিএস পরিক্ষা ]
ক.মুসাফির খ.তকদির
গ.পেরেশান ঘ.মুজলুম
উত্তরঃপেরেশান
৩০।' খোদা' শব্দটি কোন ভাষার শব্দ ?
ক.আরবি খ.উর্দু
গ.ফারসি ঘ'. বাংলা
উত্তরঃ ফারসি
৩১। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি ? [ সপ্তম বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা]
ক. আনারস খ. আলমারি
গ. গুদাম ঘ. চাহিদা
উত্তরঃ চাহিদা
৩২। বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে ?[ ১২ তম বিসিএস]
ক. চাকু, চাকর খ. খদ্দর, হরতাল
গ. চা , চিনি ঘ. রিকসা , রেস্তোরা
উত্তরঃ চা , চিনি
৩৩। চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ? [ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পরীক্ষা]
ক. বাংলা খ. ফারসি
গ. পর্তুগিজ ঘ. চৈনিক
উত্তরঃচৈনিক
৩৪।' লুঙ্গি' কোন ভাষার শব্দ ? কারিগরি শিক্ষক [ শিক্ষা মন্ত্রণালয়]
ক. হিন্দি খ. তুর্কি
গ. আরবি ঘ. বর্মী
উত্তরঃ বর্মী
৩৫। 'হরতাল' কোন ভাষার শব্দ ? [ রাজস্ব সরকারি কর্মকর্তা পরীক্ষা]
ক.ওলন্দাজ খ. তুর্কি
গ. হিন্দি ঘ. গুজরাটি
উত্তরঃ গুজরাটি
৩৬। নিচের কোন গুলু গুজরাটি শব্দ ? [ সহকারী পরিচালক [ পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন]
ক. রিকসা , হারিকিরি খ. ফুঙ্গি , লুঙ্গি
গ. চাকর, দারোগা ঘ. খদ্দর, হরতাল
উত্তরঃ খ
৩৭। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় [ ১৭ তম বিসিএস পরীক্ষা]
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
আরো করুন আপনি ভালো করে জানেন কারণটা কি
উত্তরঃ খ
৩৮। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন, তাকে বলা হয় [ সমবায় অফিসার[ দ্বিতীয় শ্রেণি] পরীক্ষা
ক. যৌগিক শব্দ খ.যুগরুঢ় শব্দ
গ. রুঢ়ি শব্দ ঘ. মৌলিক শব্দ
উত্তরঃ ক
৩৯। যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি বলে [ সরকারি প্রকৌশলী[ গণপূর্ত] পরীক্ষা
ক. যুগরুঢ় শব্দ খ. যৌগিক শব্দ
গ. রুঢ়ি শব্দ ঘ. মৌলিক শব্দ
উত্তরঃ গ
৪০। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সমস্যমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে বলে
ক. মৌলিক শব্দ খ. সমাস সাধিত শব্দ
গ. প্রত্যয় সাধিত শব্দ ঘ. রুঢ়ি শব্দ
উত্তরঃঘ
৪১। 'তৈল' শব্দটি যে শ্রেণীর ?
ক. যৌগিক খ. রুঢ়
গ.যুগরুঢ় ঘ. মৌলিক
উত্তরঃ খ
৪২। বর্ণ হচ্ছে - [ ১৪ তম বিসিএস পরীক্ষা]
ক. শব্দের ক্ষুদ্রতম অংশ খ. একসাথে উচ্চারিত ধ্বনি গুচ্ছ
গ. ধ্বনি নির্দেশক প্রতীক গ. ধোনির শ্রতিগ্রাহ্য রূপ
উত্তরঃ গ
৪৩। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ বা স্বরধ্বনি কয়টি [ উপসহকারী কৃষি কর্মকর্তা পরীক্ষা]
ক.১০ টি খ. ১১ টি
গ.৯ টি ঘ. ১২ টি
উত্তরঃ খ
৪৪। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি [ অফিস সহকারী [ বি এস টি আই] পরীক্ষা
ক.৩৫ টি খ. ৩৭ টি
গ.৩৯ টি ঘ. ৪১ টি
উত্তরঃ ৩৯ টি
৪৫। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় [ সরকারি মাধ্যমিক সহকারী পরীক্ষা]
ক. পদ খ. ধ্বনি
গ. কারক ঘ . বর্ণ
উত্তরঃ খ
৪৬। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী] নিয়োগ পরীক্ষা
ক.১১ টি খ.২৫ টি
গ.৪০ টি ঘ. ৫০ টি
উত্তরঃ খ
৪৭. অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় -সহকারী পরিচালক [ পরিবেশ অধিদপ্তর]
ক. বাক্য খ . উপসর্গ
গ. শব্দের ক্ষুদ্রতম একক ঘ. প্রত্যয়
উত্তরঃ গ
৪৭। স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলা হয় [ জেলা শিক্ষা অফিসার পরীক্ষা]
ক. ফলা খ. কার
গ. যুক্তবর্ণ ঘ. মাত্রা
উত্তরঃ খ
৪৮. বাকের ক্ষুদ্রতম একক হচ্ছে [ সহকারী জজ পরীক্ষা]
ক. ধ্বনি খ. বর্ণ
গ. অক্ষর ঘ. শব্দ
উত্তরঃ ঘ
৪৯। ভাষার মূল উপকরণ কি ?
ক .ধ্বনি খ. বাক্য
গ. শব্দ ঘ. বর্ণ
উত্তরঃ গ
৫০। বাক্যের মৌলিক উপাদান কোনটি ?
ক. শব্দ খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. ভাষা
উত্তরঃ ক
১। বাংলা একাডেমীর ' সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক কে [ ২২ তম বিসিএস]
ক. মুহাম্মদ আব্দুল হাই খ. মুহাম্মদ শহিদুল্লাহ
গ. মুহাম্মদ এনামুল হক ঘ. আহমেদ শরীফ
উত্তরঃ ঘ
২। অধ্যাপক আহমেদ শরীফের মৃত্যু সন কোনটি ? [ ৩১ তম বিসিএস]
ক.১৯৯৭ খ.১৯৯৮
গ.১৯৯৯ ঘ.২০০০
উত্তরঃগ
৩। ' বাঙালি ও বাংলা সাহিত্য' গ্রন্থের রচিয়তা হলেন
ক. মোহাম্মদ শহীদুল্লাহ খ. মোহাম্মদ আবদুল হাই
গ. সৈয়দ আলী আহসান ঘ. আহমেদ শরীফ
উত্তরঃঘ
৪। আহমেদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি ? [ উপজেলা/থানা সহকারী শিক্ষা অফিসার পরীক্ষা]
ক. লোকায়ত বাংলা খ. সাম্প্রদায়িকতা
গ. বিচিত চিন্তা ঘ. বিচিত্র কথা
উত্তরঃ গ
৫।' সংস্কৃতির সংকট' প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন কে ?
ক.বদরুদ্দীন ওমর খ. মোহাম্মদ মনিরুজ্জামান
গ. সৈয়দ শামসুল হক ঘ. আবুল কালাম মঞ্জুর মোরশেদ
উত্তরঃ ক
৬।' বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিল পত্র কে সম্পাদনা করেন [ সহকারী তত্ত্ব অফিসার পরীক্ষা]
ক. হাসান আজিজুল হক খ. আবুল হাসান
গ. আহসান হাবীব ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ঘ
৭।' একুশে ফেব্রুয়ারি' সংকলনের প্রথম সম্পাদক কে ?[ ১৬ তম ও ২০ তম বিসিএস]
ক. হাসান হাফিজুর রহমান খ. বেগম সুফিয়া কামাল
গ. মুনির চৌধুরী ঘ. আবুল বরকত
উত্তরঃ ক
৮। একুশে ফেব্রুয়ারি কি ধরনের রচনা /[ কারা তত্ববাদের পরীক্ষা]
ক. দলিল পত্র খ. রচনাবলি
গ.বায়ান্নর প্রবন্ধ বলি ঘ. কবিতা সংকলন
উত্তরঃ ঘ
৯। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হলেন [ ডাটা প্রসেসিং অপারেটর পরীক্ষা]
ক. বেগম রোকেয়া খ. কামিনী রায়
গ. সুফিয়া কামাল। ঘ. তাসলিমা নাসরিন
উত্তরঃ গ
১০।' সাজের মায়া' কাব্যগ্রন্থ কে রচনা করেন ? [ হিসাব সহকারী পরীক্ষা ও ১৩ সহকারী ১০ পরীক্ষা]
ক. বেগম সুফিয়া কামাল খ. বেগম রোকেয়া
গ. আশাপূর্ণ দেবী ঘ. স্বর্ণকুমারী দেবী
উত্তরঃ ক
১১।' জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।' -এই কবিতাংশটুকু কবি কে ?,[ প্রাথমিক প্রধান শিক্ষক]
ক. শামসুর রহমান খ. বেগম সুফিয়া কামাল
গ. জীবনানন্দ দাশ ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ
১২। বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি [ সরকারি স্কুলের সরকারি শিক্ষক পরীক্ষা]
ক. মহাকবি খ. গীতিকবি
গ. পল্লী কবি ঘ. ছন্দের কবি
উত্তরঃ খ
১৩।' একাত্তরের ডায়েরী' কার রচনা ? [ সমাজসেবা অফিসার [ সমাজসেবা মন্ত্রণালয় পরীক্ষা]
ক. সেলিনা হোসেন খ. সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম ঘ. আয়েশা ফয়েজ
উত্তরঃখ
১৪। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি ?
ক. বিধ্বস্ত নীলিমা খ. সোনালী কাবিন
গ. রাজা যায় রাজা আসে ঘ. শীতে বসন্তে
উত্তরঃ খ
১৫। 'সোনালী কাবিন' এর রচিয়তা কে ? [ ১৫ তম বিসিএস]
ক. হাসান হাফিজুর রহমান খ. আল মাহমুদ
গ. হুমায়ূন আহমেদ ঘ. শক্তি চট্টোপাধ্যায়
উত্তরঃ খ
১৬। কোনটি কবি আল মাহমুদ এর গ্রন্থ নয় ? [ বাংলাদেশ রেলওয়ে পরীক্ষা]
ক. সোনালী কাবিন খ. লোক লোকান্তর
গ. কালের কলস ঘ. শেষ ভাঙ্গন
উত্তরঃ ঘ
১৭। আর মাহমুদের কাব্য কোনটি [ বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পরীক্ষা]
ক. প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে খ. লোক লোকান্তর
গ. তিমিরান্তক ঘ. সূর্য অন্যতর
উত্তরঃঘ
১৮।' লোক লোকান্তর' কবিতা গ্রন্থটির কবি কে ? [ পল্লী উন্নয়ন ও সমবায় মাঠ কর্মকর্তা পরীক্ষা]
ক. নির্মলেন্দু গুণ খ. শামসুর রহমান
গ. আল মাহমুদ ঘ. আবুল হাসান
উত্তরঃ গ
১৯।' এলাটিং বেলাটিং' ও ' ধান ভাঙলে কুড়ো দেব ' শিশুতোষ গ্রন্থের রচিয়তা কে [ সরকারি পরিচালক[ প্রাথমিক ও গণশিক্ষা] পরীক্ষা
ক. রোকনুজ্জামান খান খ. কাজী নজরুল ইসলাম
গ. মোহাম্মদ জাফর ইকবাল ঘ. শামসুর রহমান
উত্তরঃ ঘ
২০।' দুঃসময়ের মুখোমুখি' কার লেখা ? [ সহকারী পরিচালক[ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরীক্ষা]
ক. সানাউল হক খ. শামসুর রহমান
গ. আহসান হাবিব ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ খ
২১।'' স্বাধীনতা তুমি কবিতাটি কার লেখা ? [ পরিবার পরিকল্পনা পরিদর্শক পরীক্ষা]
ক. সৈয়দ আলী আহসান খ. রফিক আজাদ
গ. হাসান হাফিজুর রহমান ঘ. শামসুর রহমান
উত্তরঃ ঘ
২২।' এই বাংলায় তোমাকে আসতে হবে, হে স্বাধীনতা-উক্তিটি কার? সরকারি অফিসার [ কর্মসংস্থান ব্যাংক] পরীক্ষা
ক. শামসুর রহমান খ. হাসান হাফিজুর রহমান
গ. সৈয়দ শামসুল হক ঘ. আশরাফ সিদ্দিকী
উত্তরঃ ক
২৩। কোনটি শামসুর রহমানের রচনা? [ ২০ তম বিসিএস পরীক্ষা]
ক. নিরস্তর ঘন্টা ধ্বনি খ. নির্জন স্বাক্ষর
গ. নিরালক দিব্যরথ ঘ. নির্বাণ
উত্তরঃ গ
২৪।' বাংলাদেশ স্বপ্ন দ্যাখে ' কার রচিত কাব্যগ্রন্থ ? [ দুর্নীতি দমন কমিশন পরীক্ষা]
ক. শামসুর রহমান খ. জাহানারা আরজু
গ. হাসান হাফিজুর রহমান ঘ. আল মাহমুদ
উত্তরঃ ক
২৫।কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কি ? [ সহকারী প্রকৌশলী[ গণপূর্ত] পরীক্ষা
ক. প্রকৃতি প্রেম খ. গভীর জীবন বোধ ও আত্মমগ্নতা
গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম ঘ. বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবন বোধ
উত্তরঃ খ
২৬।' ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে [ প্রাথমিক প্রধান শিক্ষক পরীক্ষা [ যমুনা]
ক. আহসান হাবিব খ. ফররুখ আহমদ
গ. শামসুর রাহমান ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর ঃক
২৮। ' সারা দুপুর। কাব্যটি রচয়িতা কে ? [ সহকারী পরিচালক[ বৈরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর] পরীক্ষা
ক. ফারুক আহম্মদ খ. আহসান হাবীব
গ. গোলাম মোস্তফা ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ খ
২৯। 'তেইশ নম্বর তৈল চিত্র' উপন্যাসের রচিয়তা কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক [ যমুনা]
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. আবুল মনসুর আহমদ ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ঘ
৩০। ' ধান কন্যা' নামক গল্পগ্রন্থ কে রচনা করেন ? [ সহকারী পরিচালক[ তথ্য মন্ত্রণালয়] পরীক্ষা
ক. আবুল রুশদ খ. শামসুদ্দিন আবুল কালাম
গ. হাসান হাফিজুর রহমান ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ঘ
আন্তর্জাতিক বিষয় বলি হতে প্রশ্ন ও উত্তর
১। সর্বশেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশের কোন দল আসে ?
ক অস্ট্রেলিয়া খ. নিউজিল্যান্ড
ইংল্যান্ড ঘ. ভারত
উত্তরঃ খ
২। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি ?
ক মহাস্থানগড় খ. পাহাড়পুর
গ. ময়নামতি ঘ. উয়ারী বটেশ্বর
উত্তর ঃক
আরো পড়ুন ঃবিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
৩। ছয় দফা দাবি কে উত্থাপন করেন /
ক এ কে ফজলুল হক খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. মাওলানা ভাসানী ঘ. কোনোটিই নয়
উত্তর ঃ ক
৪। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয় ?
ক . ৯ খ. ১০
গ. ১১ ঘ. ১২
উত্তর ঃ গ
৫। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচিয়তা কি ?
ক . হুমায়ূন আহমেদ খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. সমর মজুমদার ঘ. কোনোটিই নয়উত্তর ঃ খ
৬। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে ?
ক . সালাম মোর্শেদী খ. কুতুব উদ্দিন
গ. মোস্তফা কামাল ঘ. কাজী সালাউদ্দিন
উত্তরঃঘ
৭। দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?
ক . অর্থ সচিব খ. বাংলাদেশ ব্যাংকের গভর্নর
গ. অর্থমন্ত্রী ঘ. প্রধানমন্ত্রী
উত্তর ঃ ক
৮। কবিতোনেশ ভাইরাস বাংলাদেশের প্রথম কবে সনাক্ত হয় ?
ক . ২০ ডিসেম্বর 2019 খ. ১৮ ফেব্রুয়ারি ২০২০
গ. ৮ই মার্চ ২০২০ ঘ. ১ এপ্রিল ২০২০
উত্তর ঃ গ
৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে ?
ক . ১৩৩টি খ. ১৪৩ টি
গ. ১৫৩ টি ঘ. ১ ৭৩ টি
উত্তর ঃ গ
১০।বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল /
ক . ১৭ এপ্রিল ১৯৭১ খ. ১০ এপ্রিল ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১ ঘ. ৭ এপ্রিল ১৯৭২
উত্তরঃক
১১। মুক্তিযুদ্ধ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধা হলেন ?
ক . কাকন বিবি ও মতিয়া চৌধুরী খ. তারামন বিবি ও সুলতানা কামাল
গ. ক্যাপ্টেন সিতারা বেগম ও সৈয়দ সাজেদা চৌধুরী ঘ. ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি
উত্তর ঃ গ
১২। বাংলাদেশের প্রথম ডাক ক্রিকেটে ডিজাইনার কে ছিলেন ?
ক . কামরুল হাসান খ. নতুন কুন্ডু
গ. কাইয়ুম চৌধুরী ঘ. বিমান মল্লিক
উত্তর ঃ ঘ
১৩। ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
ক . চীন খ. ভারত
গ. ইন্দোনেশিয়া ঘ. ভিয়েতনাম
উত্তরঃক
১৪, বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত ?
ক . ৫০০০ টাকা খ. ১০০০০ টাকা
গ. ১৫০০০ টাকা ঘ.২০০০০ টাকা
উত্তর ঃ ঘ
১৫। বাংলাদেশে নারী স্বাক্ষরতার হার সবচেয়ে কোন জেলায় কম ?
ক . ঝিনাইদহ খ. ঠাকুরগাঁও
গ. বান্দরবান ঘ. কুষ্টিয়া
উত্তরঃ গ
১৬। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 1969 সালের কত তারিখে /
ক . 20 ফেব্রুয়ারি খ. ২১ ফেব্রুয়ারি
গ. ২২ ফেব্রুয়ারি ঘ. ২৩ ফেব্রুয়ারি
উত্তরঃ গ
১৭। মুক্তিযুদ্ধে কয়জনকে বীর সৃষ্ট উপাধি দেওয়া হয় ?
ক . ১০ জন খ. ১৩ জন
গ. ৭ জন ঘ. ১৫ জন
উত্তর ঃ গ
১৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক . Joyti Basu খ.Indira Gandhi
গ. Rajib Gandhi ঘ. None of them
উত্তরঃ খ
১৯। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় ?
ক . কাঞ্চনজঙ্ঘা খ. চিম্বুক
গ. এভারেস্ট ঘ. কেও ক্রাডং
উত্তরঃ ক
২০। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি দপ্তরের নাম কি ?
ক . উত্তরা গণভবন খ. গণভবন
গ. বঙ্গভবন ঘ. ভুটান
উত্তরঃ গ
বঙ্গবন্ধুকে নিয়ে আসা প্রশ্ন ও উত্তর
১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী]
ক. প্রেসিডেন্সি কলেজ খ .ইসলামিয়া কলেজ.
গ. রিপন কলেজ ঘ. ফোর্ট উইলিয়াম কলেজ
উত্তরঃ ক
২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কোন সালে গ্রেফতার হন [ ছবি ১৭-১৮]
ক. ১৯৩৬ সালে খ. ১৯৩৮ সালে
গ. ১৯৫২ সালে ঘ. ১৯৬২ সালে
উত্তরঃখ
৩।' মুজিব বর্ষ কি
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী
৪। মুজিব বর্ষের সময়কার কত?
উত্তরঃ ১৭ মার্চ ২০২০ -২৬ মার্চ ২০২১
৫। মুজিব বর্ষ ঘোষণা করেন কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৬। মুজিব বর্ষের ক্ষন গননা শুরু হয় কবে?
উত্তরঃ ১০ই জানুয়ারি ২০২০ থেকে
৭। মুজিব বর্ষের ক্ষন গননা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ তেজগাঁও পুরাতন বিমানবন্দর ঢাকা
৮। ওয়েবসাইট তৈরি করেছেন কোন প্রতিষ্ঠান/সরকারের কোন বিভাগ
উত্তরঃ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
৯। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? [ বিসিএস]
উত্তরঃ সব্যসাচী হাজরা
১০। ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?
উত্তরঃ ৪০ তম
১১। মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখে বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়? [
উত্তরঃ ১ মার্চ
১২। মুজিব শব্দের অর্থ কি [ বিসিএস ও প্রাইমারি]
উত্তরঃ উত্তরদাতা
১৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? [
উত্তরঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে
১৪। শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে ?
উত্তরঃ ১৭ মার্চ ১৯২০
১৫।বঙ্গবন্ধুর পিতার নাম কি ?
উত্তরঃ শেখ লুৎফর রহমান
১৬। বঙ্গবন্ধুর মাতার নাম কি?
উত্তরঃসায়েরা খাতুন
১৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি ছিল ?
উত্তরঃ খোকা
১৮। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি?
উত্তরঃ বেগম ফজিলাতুন্নেছা মুজিব [ ডাকনাম রেনু]
১৯। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন?
উত্তরঃ গিমা ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
২০। বঙ্গবন্ধু মেট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে ?
উত্তরঃ গোপালগঞ্জ সেন্ট মধুর নাথ মিশনারী স্কুল থেকে
২১। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন কবে ?
উত্তরঃ ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে [ আইন বিভাগে]
২২। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন ?
উত্তরঃকলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে
২৩। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ?
উত্তরঃ ১৯৪৯ সালের এপ্রিল মাসে
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধু ছাত্রত্ব ফিরিয়ে দেয় ?
উত্তরঃ ১৪ আগস্ট ২০১০
২৫। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন ?
উত্তরঃ ১৯৩৮ সালে[ ৭ দিন]
২৬। বঙ্গবন্ধুর রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন ?
উত্তরঃ১১ মার্চ ১৯৪৮ সালে [ রাষ্ট্রভাষা আনন্দলোনে]
২৭। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ১৯৪৮ সালে ৪ জানুয়ারি
২৮। যুক্তফ্রন্ট সরকারের বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান ?
উত্তরঃকৃষি , সমবায় ও পল্লী উন্নয়ন
২৯। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন /
উত্তরঃ ১৯৬৬ সালে একমাস [ ষষ্ঠ কাউন্সিলে]
৩০। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে কবে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় ?
উত্তরঃ ১৯৬৮ সালের ১ জানুয়ারি
সাধারণ জ্ঞান হতে প্রশ্ন ও উত্তর
১) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কি.মি
২) বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?
উত্তরঃ তিনটি
৩) মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার
৪) বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
উত্তরঃ কিলোওয়াট/ঘন্টা
৫) কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই?
উত্তরঃ বান্দরবান
৬) মেট্রোরেল কত তারিখে উদ্ভাবন করা হয়?
উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০২২
৭) রামু উপজেলা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
৮) বাংলাদেশ ইন্টারনেট ব্যবহার সবার জন্য উপযুক্ত করা হয়?
উত্তরঃ ১৯৯৬ সালে
৯) বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
উত্তরঃ হাডুডু
১০) বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উত্তরঃ পঞ্চগড়
১১) কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ?
উত্তরঃ ঢাকা
১২) বাংলাদেশের আইনসভার নাম কি?
উত্তরঃ জাতীয় সংসদ
১৩) দেশের জাতীয় দিবস কোনটি
উত্তরঃ ২৬ শে মার্চ
১৪) ১৭ মার্চ, ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কততম জন্মবার্ষিকী পালিত হলো?
উত্তরঃ ১০৩
১৫) পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উত্তরঃ চীন
১৬) পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া
১৭) ৫ টাকার নোটে স্বাক্ষর থাকে-
উত্তরঃ অর্থ সচিবের
১৮) গ্রীন হাউজ প্রভাব-এর পরিণতি কি?
উত্তরঃ তাপমাত্রা বৃদ্ধি ও মরুকরণ
১৯) মূল্য সংযোজন কর মূসক একটি-
উত্তরঃ পরোক্ষ
পরিশেষ
বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই প্রশ্ন ও উত্তর গুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি প্রশ্ন-উত্তরগুলো পড়ে রাখেন দেখবেন যে চাকরির পরীক্ষায় এখান থেকে কিছু না কিছু কমন পেয়েছেন। আশা করা যায় এই আর্টিকেলটি পড়ে আপনাদের অনেক উপকার হবে এবং চাকরি করার বিষয়ে আপনারা কিছুটা এগিয়ে থাকবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url