প্রতি দিনের আমল দোয়া ও জিকির

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক প্রতিদিনের বিভিন্ন আমল রয়েছে এই আমল দোয়া ও জিকিরগুলো আপনারা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারবেন| এই জন্য এই দোয়া ও আমল গুলো জেনে রাখা অনেক প্রয়োজন|
প্রতি দিনের আমল দোয়া ও জিকির
এখানে প্রতিদিনের বিভিন্ন দোয়া আমল ও জিকির দেওয়া রয়েছে আপনারা এই আমল ও দোয়া গুলো দেখে দেখে প্রতিদিন পড়ার চেষ্টা করবেন|

ভূমিকা

আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি কিন্তু প্রতিদিনের যে আমার ও দোয়া গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানিনা| দোয়া গুলু আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। আমরা যদি প্রতিদিন এই দোয়া গুলো বা আমলগুলো পালন করি আল্লাহ তা'আলা আমাদের উপর রহমত বর্ষিত করবেন| আসুন তাহলে প্রতিদিনের দোয়া আমর ও জিকির গুলো জেনে নিন|

ছোট ছোট দোয়া ও আমল

ছোট ছোট দোয়া ও আমল গুলো আমাদের জেনে রাখা উচিত| এগুলো আপনারা চাইলে যখন তখন বলতে পারবেন যেকোনো সময়| আসুন তাহলে ছোট ছোট দোয়া ও আমলগুলো জেনে নিন
  • কবরের শাস্তি থেকে বাঁচার দোয়া
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবীল ক্ববর ।
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট কবরের শাস্তি থেকে বাঁচতে চাই।[ সহীহ বুখারী ৮৩৩]
  • জাহান্নামের শাস্তি থেকে বাঁচার দোয়া
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবী জাহান্নাম
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই [সহীহ বুখারী ২৩৭৭]
  • দোয়া কবুলের দোয়া
উচ্চারণঃ ইয়া আরহামার রহিমিন [ তিনবার পড়তে হবে}
অর্থঃ হে সকল দয়ালুর শ্রেষ্ঠ দয়ালু [ মোস্তাদরাক হাকিম ]
  • মাতা-পিতার জন্য সন্তানের দোয়াঃ
রাব্বির হামহুমা কামা রাব্বা ঈয়ানী সাগিরা [ সূরা বনী ইসরাইল, আয়াত-২৩ -২৫]
অর্থঃ হে আল্লাহ আমার মাতা পিতার প্রতি আপনি সেই ভাবে সদয় হন, তারা শৈশবে আমাকে যেমন স্নেহ-মমতা দিয়ে লালন-পালন করেছেন।
  • কেউ কোন উপকার করলে তার জন্য কোন দোয়া করতে হয়।
উচ্চারণঃ যাজাকাল্লাহু খাইরান
রোগী দেখার সময় কোন দোয়া পাঠ করতে হয়
  • উচ্চারণ লা বাসাতাহূর ইনশাআল্লাহ
কেউ যদি খানাপিনা করায় তাকে উদ্দেশ্য করে কোন দোয়া পাঠ করতে হয়
উচ্চারণঃ আল্লাহুম্মা আতয়েম মান আত আমানি ওয়াস কে মান আসক্বনী
  • জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া
উচ্চারণঃ রাব্বি যিদনি ইলমা
  • খাওয়ার সময় কি দোয়া বলতে হয়
উচ্চারণঃ বিসমিল্লাহ

সকাল সন্ধ্যার ১০ টি আমল

এখানে ছোট ছোট কিছু নেক আমলের দোয়া ও আমল দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা এগুলো পড়ে শিখে নিতে পারবেন।
  • আমল ১
প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদাত পাঠ করুন
[ আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা -শারী কালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু] এতে জান্নাতের আটটি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন।[ সহিহ মুসলিম হাদিস নং-২৩৪]
  • আমল২
প্রত্যেক ফরজ সালাত শেষে আয়তাল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন [ সহীহ নসাই , সিলসিলাহ সহীহাহ , হাদিস নং ৯৭২]
  • আমল ৩
প্রত্যেক ফরজ নামাজ শেষ করার পর ও ঘুমানোর আগে পড়বেন
৩৩ বার আলহামদুলিল্লাহ
৩৩ বার আল্লাহু আকবার
১ বার [ লা ইলা-হা ইল্লাল্লাহু লা শারী কালাহু, লাহুল মুল্কু ওয়ালাহুল হামদু ু, আলা কুল্লি শাই,ইনকাদির ]
এগুলো নিয়মিত পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নং ১২২৮] সেই সাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে বা রাতে এই তাসবিহ গুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে। [ সহীহ মুসলিম, মিশকাত হাদিস নং১৮০৩]
  • আমল ৪
প্রতি রাতে সূরা মূলক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।
  • আমল ৫
রাসুল [সাঃ] এর উপর সকালে দশবার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসূল [সাঃ]-এর উপর সুপারিশ পাবেন। [ তবরানি , সহিহ তারগিব , হাদিস নং -৬৫৬]
  • আমল ৬
সকালে ১০০ বার ও বিকেলে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়াবিহামদিহি পড়লে সৃষ্টি কুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহীহ আবু দাউদ, হাদিস নং ৫০৯১ ] হযরত জাবের রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূল [সাঃ] ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি; পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হয়। [ তিরমিজি ৩৪৬৪]
  • আমল ৭
সকালে ১০০ বার সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়েবেশী সওয়াব আর কারো হবে না [ সহিহ মুসলিম হাদিস নং ২৬৯২]
  • আমল ৮
সকালে ও বিকেলে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ বার আল্লাহু আকবার, এবং১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু , লা শারীকা লাহু লাহুল মুল্কু হ ওয়ালা হু হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাই ইনকাদীর পাঠ করলে অগণিত সওয়াব হবে। [ নাসাই , সহিহ তারগিব , হাদিস নং -৬৫১

প্রতিদিনের জিকির সমূহ

জিকিরের মাধ্যমে ইসলাম ধর্মীয় লোকেরা আল্লাহকে স্মরণ করে থাকে। যে কে শব্দটি আরবি ভাষার জি কিওর থেকে হয়েছে যার অর্থ আল্লাহকে স্মরণ করা। জিকির ইসলাম ধর্মের পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয়। আজ আমরা এমন দশটি জিকির সম্পর্কে জানব, যার সওয়াব অনেক বেশি।
  • প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ পাঠ করলে ১০০০ সওয়াব লেখা হয় এবং১০০০ গুনাহ মাফ করা হয়। [ সহীহ মুসলিম ২০
  • আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া। [তিরমিজি ৪৬২]
  • লা ইলাহা ইল্লাল্লাহু হলো সর্বোত্তম জিকির। [ তিরমিজি ৪৬২ , ইবনে মাজাহ ১২৪৯ হাকিম-৫০৩ ]
  • সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। [ এই কালেমা গুলো আল্লাহ তায়ালার নিকট অধিক প্রিয় এবং নবী সাঃ বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। [ সহিহ মুসলিম ১৬৮৫]
  • যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন ১০০ বার পাঠ করবে, সমুদ্রের হেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। তবে এখানে সগিরা গুনাহ এর কথা বলা হয়েছে। [ সহীহ আল বুখারী১৬৮ ]
  • যে ব্যক্তির সুবহানাল্লাহিল আজিম ওয়াবিহামদিহি পাঠ করবে প্রতিবার তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপন করা হবে। [আত তিরমিজি৫১১ ]
  • নবী করিম সাঃ বলেন লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। [ সহীহ আল বুখারী ২১৩]
  • নবী করীম সাঃ বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তা'আলা তাঁর প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। এবং তিনি আরো বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০ বার এবং বিকেলে ১০ বার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। [ তাবারানি মাজমাউজ ১০\১২০]

সকাল সন্ধ্যার দোয়া ও জিকির

  • উচ্চারণঃআউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 
অর্থঃ বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।
  • উচ্চারণঃ বিসমিল্লাহির রহমানির রাহিম।
অর্থঃ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।
  • উচ্চারণঃ রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাছানাতাও ওয়াফিল আখিরাতি হাছানাতাও ওয়াক্কিনা আজাবান্নার।
অর্থঃহে আল্লাহ তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ-শান্তি ও পরকালীন যাবতীয় সুখ-শান্তি প্রদান কর। আর দোজখের আগুন থেকে আমাকে রক্ষা করো।

পরিশেষ

আপনি যদি এই আমল জিকির ও দোয়া গুলো নিয়মিত পড়ার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার অভ্যাস হয়ে গেছে এবং আপনি প্রতিদিন এ দোয়াগুলো বলতে পারতেছেন। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনাদের উপকারে আসবে এবং এগুলো আপনারা নিয়মিত পড়েন চেষ্টা করবেন।.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪